খান ইউনিস,15 নভেম্বর: সরাসরি হাসপাতালে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা । গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাকে টার্গেট করেছে নেতানিয়াহুর বাহিনী । জানা গিয়েছে, হামাস জঙ্গিরা ওই হাসপাতালেই লুকিয়ে আছে। সেই জঙ্গিদের খোঁজেই হাজার হাজার রোগীতে ভরা আল শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা । সবমিলিয়ে মারাত্মক আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ভর্তি থাকা অন্তত দুই হাজারেরও বেশি রোগী । এই রোগীদের একটা বড় অংশ শিশু । সদ্যোজাতের সংখ্যাও নেহাত কম নয়।
ইজরায়েল-গাজার যুদ্ধে আল শিফা হাসপাতাল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পলন করছে । কারণ, এই হাসপাতালেই যুদ্ধ বিধ্বস্ত গাজার বেশিরভাগ আহত মানুষ ভর্তি। হাসপাতালে ভর্তি বহু শিশু। এমনকী বেশ কিছু সদ্যোজাতও আছে । ভয়াবহ পরিস্থিতির মাঝেই এই হাসপাতালে নেই বিদ্যুৎ, জল এমনকী ন্যূনতম চিকিৎসার সরঞ্জাম । এবার সেই হাসপাতালেই ইজরায়েলি সেনার প্রবেশ ঘিরে প্রাণ সংশয়ে বুক কাঁপছে রোগীদের । আল শিফা হাসপাতালের ডিরেক্টর মহম্মদ জাকাউত জনাচ্ছেন, ইতিমধ্যেই আল শিফা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনার ট্যাঙ্ক। আপদকালীন ও সার্জিকাল বিভাগে সেনার দাপট শুরু হয়েছে। ক্রমশ, অন্যান্য ইউনিটের পা বাড়চ্ছে ইজরায়েলি বাহিনী ।
এদিকে ইজরায়েলের তরফে দাবি, হাসপাতালের আড়ালে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে হামাস । তাদের বিরত থাকার কথা বলা হলেও তা শোনা হয়নি। হামাস জঙ্গিদের আত্মসমর্পণ করার সময়ও দেওয়া হয় । তারপরও হাসপাতালে লুকিয়ে সাধারণ মানুষের জীবনের সঙ্গে ছেলেখেলা করছে হামাস জঙ্গিরা । তাই হাসপাতালে ঢুকে জঙ্গিদের টার্গেট করছে ইজরায়েলি সেনা। তাদের সাফ কথা, আল শিফা হাসপাতালকে নিয়ন্ত্রণে নিতে চায় হামাস। তাই জঙ্গিদের টার্গেট করেই হাসপাতালের ভিতর ইজরায়েলের সেনা অভিযান ।