পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel Hamas Conflict: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, দাবি ইজরায়েলের - ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর জিলন

ইজরায়েল-হামাস যুদ্ধ 19তম দিনে পা দিল। দু'পক্ষের হাজার হাজার মানুষের প্রাণ চলে গিয়েছে ইতিমধ্যেই। এমনই আবহে ইজরায়েলের দাবি হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:30 AM IST

Updated : Oct 26, 2023, 7:37 AM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর:হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করুক ভারত। এমনটাই চায় ইজরায়েল। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর জিলন বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "হামাসের হামলার প্রথম দিন থেকেই ভারত ইজরায়েলের পাশে আছে। এখন ভারতের হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণার উপযুক্ত সময় এসে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ভারতেরও সেই কাজটাই করা উচিত।"

অক্টোবর মাসের 7 তারিখ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্য়প্রাচ্যে। ওই দিন অতর্কিতে ইজরায়েলে হামলা চালায় হামাস। প্রাণ হারান বহু মানুষ। পালটা যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই থেকে সংঘাতের শুরু। এবার যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ইজরায়েল আগেই জানিয়েছে,তারা গাজায় স্থলাভিযান করার কথা ভাবছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন, এমন কোনও অভিযান করবে কিনা সেটা একেবারেই ইজরায়েলের নিজস্ব সিদ্ধান্ত। আমেরিকার কিছু বলার নেই।

এদিকে 19তম দিনে পা দেওয়া যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্থানীয় সময় বুধবার রাতে বলা হয়েছে, যুদ্ধের শুরুর থেকে ইজরায়েলের হানায় গাজার ওয়েস্ট ব্যাঙ্কে মৃত্যু হয়েছে 6546 জনের। আহত হয়েছেন 17439 জন। ইজরায়েলেও বহু মানুষের প্রাণ গিয়েছে। পাশাপাশি, ইজরায়েলে থাকা বহু বিদেশিকে হামাস অপহরণ করেছে বলে দাবি করেছে তেল আভিভ।

পরিস্থিতি যা তাতে যুদ্ধ এখনই থামার তেমন কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় ভারতের হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার সময় এসে গিয়েছে বলে মনে করে ইজরায়েল। রাষ্ট্রদূত আরও বলেন,"ভারত ইজরায়েলের পাশে 100 শতাংশ আছে। ইজরায়েলে হামলা হওয়ার পর যে কয়েকজন বিশ্বনেতা প্রতিবাদে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের অন্যতম। আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই নৈতিক প্রতিবাদ খুবই গুরুত্বপূর্ণ।" ইজরায়েলের দাবি মেনে ভারত হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন:ইজরায়েল নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, গাজায় স্থলাভিযান প্রসঙ্গে বাইডেন-বার্তা

Last Updated : Oct 26, 2023, 7:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details