দেইর আল বালাহ (গাজা), 23 অক্টোবর:সোমবার সকালে গাজার একাধিক জায়গায় আঘাত হানে ইজরায়েলের বায়ু সেনা ৷ জানা গিয়েছে, প্যালেস্তিনীয়রা আশ্রয় নিয়েছেন এরকম কয়েকটি এলাকাতেই বোমা ফেলেছে ইজরায়েলি সেনা ৷ সোমবার 17 তম দিনে পড়েছে হামাস-ইজরায়েল সংঘর্ষ ৷ এতদিন পরেও গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা ৷ এদিনই রাফা সীমান্ত হয়ে গাজায় পৌঁছেছে আরও কিছু ত্রাণ সামগ্রী ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ সেই আক্রমণে প্রায় 1 হাজার 400 ইজরায়েলির মৃত্যু হয় ৷ এর বদলা নিয়ে ও হামাসকে উৎখাত করতে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের বায়ু সেনা ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও সময়ে স্থলপথেও গাজায় প্রবেশ করে পারে ইজরায়েলের সেনা ৷
ইতিমধ্যেই গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করে রেখেছে ইজরায়েল ৷ ইজরায়েলি সেনার দাবি, স্থল অভিযানের সময় বিপদ এড়াতেই আগাম বিমান হামলা চালানো হচ্ছে গাজাতে ৷ এরপর গাজায় শুরু হবে স্থলপথে তল্লাশি অভিযান ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন গাজা থেকে এবার সমূলে উৎখাত করা হবে হামাসকে ৷ ইতিমধ্যেই লেবাননেও সেখানকার জঙ্গি সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ হামাসের সমর্থক হিজবুল্লা ৷ তাই আশঙ্কা করা হচ্ছে ইজরায়েল গাজায় স্থলাভিযান শুরু করলে তার রেশ ছড়াতে পারে পার্শ্ববর্তী লেবানন ও সিরিয়াতেও ৷