পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় অব্যাহত ইজরায়েলি হামলা, মৃতের সংখ্যা সাড়ে 4 হাজার ছাড়িয়েছে

গাজায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণ সামগ্রী ৷ তার মধ্যেই অব্যাহত ইজরায়েলি সেনার বিমান হামলা ৷

ETV Bharat
গাজা

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 5:49 PM IST

দেইর আল বালাহ (গাজা), 23 অক্টোবর:সোমবার সকালে গাজার একাধিক জায়গায় আঘাত হানে ইজরায়েলের বায়ু সেনা ৷ জানা গিয়েছে, প্যালেস্তিনীয়রা আশ্রয় নিয়েছেন এরকম কয়েকটি এলাকাতেই বোমা ফেলেছে ইজরায়েলি সেনা ৷ সোমবার 17 তম দিনে পড়েছে হামাস-ইজরায়েল সংঘর্ষ ৷ এতদিন পরেও গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা ৷ এদিনই রাফা সীমান্ত হয়ে গাজায় পৌঁছেছে আরও কিছু ত্রাণ সামগ্রী ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ সেই আক্রমণে প্রায় 1 হাজার 400 ইজরায়েলির মৃত্যু হয় ৷ এর বদলা নিয়ে ও হামাসকে উৎখাত করতে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের বায়ু সেনা ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও সময়ে স্থলপথেও গাজায় প্রবেশ করে পারে ইজরায়েলের সেনা ৷

ইতিমধ্যেই গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করে রেখেছে ইজরায়েল ৷ ইজরায়েলি সেনার দাবি, স্থল অভিযানের সময় বিপদ এড়াতেই আগাম বিমান হামলা চালানো হচ্ছে গাজাতে ৷ এরপর গাজায় শুরু হবে স্থলপথে তল্লাশি অভিযান ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন গাজা থেকে এবার সমূলে উৎখাত করা হবে হামাসকে ৷ ইতিমধ্যেই লেবাননেও সেখানকার জঙ্গি সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ হামাসের সমর্থক হিজবুল্লা ৷ তাই আশঙ্কা করা হচ্ছে ইজরায়েল গাজায় স্থলাভিযান শুরু করলে তার রেশ ছড়াতে পারে পার্শ্ববর্তী লেবানন ও সিরিয়াতেও ৷

আরও পড়ুন: গাজায় জ্বালানি সংকট চরমে! সিরিয়া-ওয়েস্ট ব্যাঙ্কে হামলা ইজরায়েলের

ইতিমধ্যেই হিজবুল্লাকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লা যদি ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে সেটাই হবে তাদের জীবনের সবথেকে বড় ভুল ৷ এমন আঘাত হানা হবে যা হিজবুল্লা কল্পনাও করতে পারবে না, লেবাননের পক্ষে তা ক্ষতিকর হবে ৷ অন্যদিকে, ইজরায়েলের হামলায় গাজায় ইতিমধ্যেই কমপক্ষে 4 হাজার 600 জন প্রাণ হারিয়েছেন ৷ হামাস প্রায় 212 জনকে 7 তারিখ পণবন্দি করেছিল, যাঁদের সিংহভাগই ইজরায়েলের নাগরিক ৷ তবে পণবন্দিদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন ৷ যাঁদের মধ্যে 2 মার্কিন নাগরিককে শুক্রবার মুক্তি দিয়েছে হামাস ৷

ABOUT THE AUTHOR

...view details