তেল আভিভ, 11 অক্টোবর: হামাসদের নিকেশ করতে স্থল, জল আর আকাশপথে পালটা আক্রমণ চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী ৷ এদিকে সিরিয়া থেকে গোলাবারুদ উড়ে আসছে ইজরায়েলে ৷ মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটির সামরিক বাহিনী জানায়, সিরিয়ার দিক থেকে বোমা, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে ৷ সেগুলি খোলা জায়গায় এসে পড়ছে ৷ এর জবাব দিয়েছে ইজরায়েল সেনাবাহিনী ৷ সিরিয়া অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করেনি ৷
তবে সিরিয়ায় অবস্থিত ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ায় বসে এই হামলা চালাচ্ছে প্য়ালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী ৷ তারা সেখান থেকে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে ৷ শনিবার ভোরে ইহুদিদের পবিত্র সাবাথের দিনে হঠাৎ রকেট হামলা চালায় গাজার হামাস জঙ্গিগোষ্ঠী ৷ এরপরই পালটা জবাব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ৷ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত গাজার আকাশজুড়ে ইজরায়েলের যুদ্ধবিমান ৷
ইজরায়েলের প্রতি-আক্রমণে গাজায় গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক বহুতল ৷ সোশাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে ৷ মানুষ একটু নিরাপত্তার জন্য হাহাকার করছে, তবে সেটা পাওয়াই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ শুধু তাই নয়, প্রতিশোধ নিতে গাজায় খাবারদাবার, জল, ওষুধ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷