পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War: ইজরায়েলে হামাসের হামলা, জঙ্গিগোষ্ঠীর অস্ত্রসম্ভারের ভিডিয়ো প্রকাশ আইডিএফের - ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ

7 অক্টোবর হামাস ইজরায়েলের বিরুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করেছিল ? সেই অস্ত্র নাকি খুঁজে পেয়েছে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ তেমন ভিডিয়ো পোস্ট করেছে আইডিএফ ৷

ETV Bharat
ইজরায়েলের দাবি হামাস এই অস্ত্রগুলি ব্যবহার করেছে

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:07 PM IST

তেল আভিভ, 8 নভেম্বর: হামাস-নিকেশ যজ্ঞে নেমেছে ইজরায়েল ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷ আজ 33তম দিন ৷ 7 অক্টোবর অতর্কিতে হামলা চালায় হামাস ৷ তারপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই প্রতি-আক্রমণে সাধারণ মানুষের জীবনে আর্তনাদ নেমে এসেছে ৷ বিশ্বজুড়ে কঠিন সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷

অক্টোবর মাসের সেই ভোরে ইজরায়েলের উপর হামলা চালানোর সময় কী কী অস্ত্র ছিল হামাসের হাতে ? তারই প্রমাণ এসেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের কাছে ৷ সোশাল মিডিয়ায় একটি পরিসংখ্যানে আইডিএফ জানিয়েছে, হামাসের কাছে 760 টি রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি ছিল ৷ এছাড়া 1 হাজার 493টি গ্রেনেড ও বিস্ফোরক, 375টি আগ্নেয়াস্ত্র, 427টি এক্সপ্লোসিভ বেল্ট ছিল হামাস গোষ্ঠীর হামলাকারীদের কাছে ৷

এর একটি ভিডিয়ো পোস্ট করেছে আইডিএফ ৷ তাতে সারি দিয়ে সাজানো রয়েছে হামাসের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ৷ আইডিএফ আরও লিখেছে, "1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিককে হত্যা করতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলি তার মধ্যে কয়েকটি মাত্র ৷ এই অস্ত্র দিয়ে নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে ৷"

একদিকে গাজায় হামাসকে নিঃশেষ করতে নেমেছে ইজরায়েলের সেনা ৷ অন্যদিকে ইজরায়েলের নৌ-বাহিনীও জঙ্গি নিকেশ করতে সামুদ্রিক অভিযান চালাচ্ছে ৷ আইডিএফ সোশাল মিডিয়ায় জানিয়েছে, "গত মাসে আমাদের নৌ-বাহিনী সাফল্যের সঙ্গে গাজায় বহু জঙ্গিকে শেষ করেছে ৷ আমাদের বাহিনী সমুদ্রেও সমান নজরদারি চালাচ্ছে ৷ জঙ্গিদের নিশানাগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ৷"

আরেকটি ভিডিয়ো পোস্ট করে আইডিএফ লিখেছে, "হামাস নিষ্ঠুরভাবে সাধারণ নাগরিকদের ব্যবহার করেছে ৷ তা ফের সামনে এল ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে এক ইজরায়েলি সেনা জনমানুষহীন একটি পার্কে প্রহরা দিচ্ছেন ৷ সেখানে পার্কের ঠিক নীচেই হামাসের একটি টানেলের খোঁজ পাওয়া গিয়েছে ৷ ওই টানেলে অস্ত্র মজুত করা থাকত ৷

আরও পড়ুন: অ্যানাস্থেশিয়া ছাড়াই শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার, জল-ওষুধ-চিকিৎসকের অভাবে গাজা সাক্ষাৎ নরক

ABOUT THE AUTHOR

...view details