তেল আভিভ, 8 নভেম্বর: হামাস-নিকেশ যজ্ঞে নেমেছে ইজরায়েল ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷ আজ 33তম দিন ৷ 7 অক্টোবর অতর্কিতে হামলা চালায় হামাস ৷ তারপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই প্রতি-আক্রমণে সাধারণ মানুষের জীবনে আর্তনাদ নেমে এসেছে ৷ বিশ্বজুড়ে কঠিন সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল ৷
অক্টোবর মাসের সেই ভোরে ইজরায়েলের উপর হামলা চালানোর সময় কী কী অস্ত্র ছিল হামাসের হাতে ? তারই প্রমাণ এসেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের কাছে ৷ সোশাল মিডিয়ায় একটি পরিসংখ্যানে আইডিএফ জানিয়েছে, হামাসের কাছে 760 টি রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি ছিল ৷ এছাড়া 1 হাজার 493টি গ্রেনেড ও বিস্ফোরক, 375টি আগ্নেয়াস্ত্র, 427টি এক্সপ্লোসিভ বেল্ট ছিল হামাস গোষ্ঠীর হামলাকারীদের কাছে ৷
এর একটি ভিডিয়ো পোস্ট করেছে আইডিএফ ৷ তাতে সারি দিয়ে সাজানো রয়েছে হামাসের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ৷ আইডিএফ আরও লিখেছে, "1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিককে হত্যা করতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলি তার মধ্যে কয়েকটি মাত্র ৷ এই অস্ত্র দিয়ে নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে ৷"