পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 5:10 PM IST

ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় মাটির নিচে বাংকারে হামলা ইজরায়েলের, লক্ষ্য লুকিয়ে থাকা হামাস জঙ্গি নেতারা

Israel Attacks Underground Targets to Finish Hamas: হামাসের বিরুদ্ধে যুদ্ধের গতি আরও বাড়াল ইজরায়েল ৷ শুক্রবার থেকেই গোলাবর্ষণের পরিমাণ বেড়েছে ৷ এমনকী আকাশপথের পাশাপাশি স্থলভাগেও ইজরায়েলি সেনা হামলা শুরু করেছে ৷ এবার তাদের টার্গেট মাটির নিচে বাংকার তৈরি করে লুকিয়ে থাকা হামাস জঙ্গি নেতারা ৷

ETV BHARAT
ETV BHARAT

জেরুজালেম, 29 অক্টোবর: গাজা স্ট্রিপে এবার মাটির তলায় তৈরি বাংকারগুলিতে হামলার পরিকল্পনা করেছে ইজরায়েল ৷ গত দু’দিনে গাজায় হামাস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আকাশপথে ও স্থলভাগে আক্রমণ তীব্র করেছে ইজরায়েল সেনা ৷ যে হামলায় একাধিক হাসপাতাল, অফিস এমনকী সাধারণ মানুষের বাড়িঘর পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে ইজরায়েল প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, হামাসের জঙ্গিরা সাধারণ মানুষকে ঢাল করে যুদ্ধ চালাচ্ছে ৷ তাঁরা বিভিন্ন জনবসতিতে প্রবেশ করে বাংকারগুলির দখল নিয়েছে ৷ তাই এবার সেই বাংকারগুলিতে হামলা চালানোর শুরু করেছে ইজরায়েল ৷

পরিস্থিতি এমনই যে, প্যালেস্তিনীয়রা ইজরায়েলের গোলাবর্ষণ থেকে বাঁচতে যে নিরাপদ আশ্রয়ে গিয়ে উঠেছে, সেখানে ওই মুহূর্তে কোনও রসদ পৌঁছানো যাচ্ছে না ৷ কারণ, যে রাস্তাগুলি দিয়ে রসদ-সহ অন্যান্য সাহায্য ক্যাম্পগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছিল, সেই রাস্তাগুলি গোলাবর্ষণ করে উড়িয়ে দিয়েছে ইজরাইলি বায়ুসেনা ৷ ইজরায়েল সেনা দীর্ঘ কয়েকদিন ধরে দাবি করে আসছে যে, হামাসের জঙ্গি নেতা এবং অন্যান্য সদস্যরা গাজার শিফা হাসপাতালের পিছনে মাটির তলায় বাংকার তৈরি করেছে ৷ সেখান থেকে হামাস লাগাতার হামলার পরিকল্পনা করছে ৷ এমনকী সাধারণ মানুষকে সেখানে নিজেদের আত্মরক্ষার স্বার্থে ব্যবহার করা হচ্ছে ৷ যদিও, এর কোনও যথাযথ প্রমাণ ইজরায়েল দেখাতে পারেনি ৷

আরও পড়ুন:গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে ইজরায়েল, বার্তা নেতানিয়াহুর

পুরো পরিস্থিতি নিয়ে গাজার এক বাসিন্দা সংবাদসংস্থা এপি-কে ফোনে জানিয়েছেন, বহু মানুষ বর্তমানে হাসপাতালে আশ্রয় নিয়েছে ৷ কিন্তু, সেখান পর্যন্ত পৌঁছনো খুবই কষ্টকর হয়ে উঠছে ৷ যখন তখন গোলাবর্ষণে প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে ৷ এরই মধ্যে দু’দিন ধরে ইজরায়েল সেনা গাজায় হামলার গতি আরও বাড়িয়েছে ৷ শুক্রবার থেকে আকাশপথে ও স্থলভাগে আক্রমণ বাড়িয়েছে ইজরায়েল ৷ এ নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক ডেকেছে ৷ মূলত, সংযুক্ত আরব আমিরশাহী এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অস্থায়ী সদস্য দেশগুলির অনুরোধে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে ৷ গাজায় প্রায় 23 লক্ষ মানুষ অন্ধকারে কোনওরকম যোগাযোগ ব্যবস্থা ছাড়া মৃত্যুকে সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details