হায়দরাবাদ, 18 অক্টোবর:গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ভয়ংকর বলে আখ্যা দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ ওই হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন বহু মানুষ ৷ এই হামলার পর থেকে একে-অপরকে দোষারোপ করছে হামাস ও ইজরায়েল ৷ এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে গুতেরেস মনে করিয়ে দেন যে, হাসপাতাল এবং সমস্ত চিকিৎসা কর্মী আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত । গাজার স্বাস্থ্য মন্ত্রকের অনুমান, হাসপাতালে বোমা হামলায় প্রায় 500 জনের প্রাণহানি হয়েছে ৷
মঙ্গলবার প্যালেস্তাইনি শরণার্থীদের সহায়তাকারী রাষ্ট্রসংঘ এজেন্সি পরিচালিত স্কুলে হামলারও নিন্দা করেছেন গুতেরেস ৷ সেই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ৷ হাসপাতালে হামলাকে একেবারেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷
তিনি লিখেছেন, "আজ গাজার একটি হাসপাতালে হামলায় শত শত প্যালেস্তাইনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি আতঙ্কিত, যার আমি তীব্র নিন্দা জানাই । আমার হৃদয় নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে । হাসপাতাল এবং চিকিৎসা কর্মীরা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত ।"
রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, "আমরা এখনও এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও জানি না, তবে যা স্পষ্ট তা হল হিংসা ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত ।" তিনি বলেন যে, হাসপাতালগুলি পবিত্র এবং যে কোনও মূল্যে সুরক্ষিত করা উচিত ৷ এই ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের অবশ্যই জবাবদিহি করতে হবে ।"
হামলা চালানোর আগে ইজরায়েল প্যালেস্তাইনের নাগরিকদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছিলেন বলে বাস্তুচ্যুত বেসামরিক ব্যক্তিরা হাসপাতালে আশ্রয় খুঁজছিলেন বলে জানা গিয়েছে ৷