পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War: গাজায় হামাসের গোপন টানেল গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা, দাবি আইডিএফের - ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়েছে প্রায় মাসখানেক আগে ৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা গাজায় হামাসের গোপন টানেল খুঁজে বের করেছে ৷

ETV Bharat
ইজরায়েল হামাস যুদ্ধ

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:15 AM IST

Updated : Nov 5, 2023, 10:44 AM IST

তেল আভিভ, 5 নভেম্বর:হামাসের ব্যবহার করা ভূগর্ভস্থ টানেলগুলি খুঁজে বের করেছে ইজরায়েলের সেনাবাহিনী ৷ সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ৷ এই গুপ্ত টানেলগুলি থেকেই হামাস ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷ স্থানীয় সময় রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এমন দাবি করে আইডিএফ ৷

তাতে দাবি করা হয়, হামাস গাজার সাধারণ মানুষকে দক্ষিণ দিকে যেতে বাধা দিচ্ছে ৷ অথচ হামাসের জঙ্গিরা টানেলে আত্মগোপন করে রয়েছে ৷ সেখান থেকে তাদের নেটওয়ার্ক পরিচালনা করছে ৷ তবে আইডিএফের জওয়ানরা উত্তর গাজায় অভিযান চালিয়ে বহু জায়গা খুঁজে বের করেছে ৷ পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাঙাচোরা টানেলের সামনেই এক ইজরায়েলি সেনা দাঁড়িয়ে আছেন ৷

আরেকটি পোস্টে আইডিএফ আরও দাবি করেছে, ইজরায়েলের নিজস্ব মিসাইল প্রতিরক্ষা পদ্ধতির সাহায্যে হামাসের ছোড়া রকেট আটকানো সম্ভব হয়েছে ৷ শনিবার গাজা থেকে এই রকেটটি ছুড়েছিল হামাস ৷ ইজরায়েলের এইলাট শহরের উত্তরে আরাভা অঞ্চলে এই রকেটটিকে রুখেছে দেশের অত্যাধুনিক পদ্ধতি ৷ এইলাট ইজরায়েলের বন্দর শহর ৷ গাজা থেকে এর দূরত্ব 250 কিলোমিটার ৷ হামাস এই হামলার দায় স্বীকার করেছে ৷ তারা জানিয়েছে, দীর্ঘ দূরত্বের একাধিক আয়াশ-250 রকেট নিক্ষেপ করা হয়েছিল ৷ তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ৷

হামাসের জঙ্গি কার্যকলাপ চালানোর ঘাঁটিও নষ্ট করে দিয়েছে আইডিএফ ৷ সোশাল মিডিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি বাড়ির উপর থেকে হামাস সন্ত্রাসবাদী কাজকর্ম পরিচালনা করছিল ৷ সেটি ধ্বংস করে দিয়েছে আইডিএফের যুদ্ধবিমান ৷ ওই বাড়ির পাশেই একটি টানেল রয়েছে ৷ সেই টানেল থেকে তারা আইএসএ-র থেকে গোপনে খবর পাচ্ছিল ৷

সেই সংক্রান্ত ছবিও পোস্ট করেছে আইডিএফ ৷ 7 অক্টোবর হামাস ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় ৷ তারপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে প্রায় মাসখানেক হতে চলল, ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে ৷ দিনে দিনে তা আরও বড় আকার ধারণ করছে ৷ ইতিমধ্যে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: দিনে দু'টুকরো রুটি আর 'জল চাই, জল দাও' আতর্নাদ নিয়ে দিন কাটছে গাজার; দাবি রাষ্ট্রসংঘের

Last Updated : Nov 5, 2023, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details