জেরুজালেম, 25 অক্টোবর:স্থলাভিযানের আগে গাজায় সক্রিয়তা বাড়াল ইজরায়েল। সূত্রের খবর, অতিরিক্ত পরিমাণে বোমাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। স্বভাবতই মৃতের সংখ্যাও বাড়ছে গাজায়। ইতিমধ্যেই জানা গিয়েছে গাজায় অবিলম্বে স্থলাভিযানের কথা ভাবছে ইজরায়েল। তার আগে নতুন করে বোমবর্ষণের ঘটনায় অশনি সংকেত দেখছে বিভিন্ন মহল। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকার মতো দেশ।
অক্টোবর মাসের 7 তারিখ থেকে শুরু হওয়া সংঘাত যুদ্ধের চেহারা নিতে খুব একটা সময় নেয়নি। গাজায় এর আগে পাঁচটি যুদ্ধ হয়েছে। তবে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে দাবি গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রক জানিয়েছে, সংঘাতের শুরু থেকে পশ্চিম গাজায় কমপক্ষে 5791 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে 16 279 । পাশাপাশি ইজরায়েলি সেনার তল্লাশি অভিযানে প্যালেস্তাইনে 96 জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 1650 জন। অন্যদিকে, ইজরায়েল জানিয়েছে, হামাসের হামলায় তাদের 1400-র বেশি নাগরিকের প্রাণ গিয়েছে। একইসঙ্গে কমবেশি 222 জন বিদেশীকে পণবন্দি করেছে হামাস। যুদ্ধের 18তম দিনে এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে।