পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War: হামাসের সংসদ ভবনের দখল নিল ইজরায়েলি সেনা - Gaza Parliament Building

IDF Soldiers Waving Israeli Flags in Gaza Parliament Building: গাজার সংসদ ভবনে ইজরায়েলি পতাকা তুলল সেনা ৷ গাজার স্থানীয় সময় সোমবার হামাসের থেকে প্যালেস্তাইনের পার্লামেন্ট ভবন দখল করে ইজরায়েলি সেনা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 3:56 PM IST

Updated : Nov 14, 2023, 4:07 PM IST

তেল আভিভ, 14 নভেম্বর: হামাসের পার্লামেন্ট ভবন দখল করল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ প্যালেস্তাইন সরকারকে উৎখাতের পর হামাস এই সংসদ ভবন থেকেই গাজা উপত্যকায় শাসন করছিল ৷ স্থানীয় সময় সোমবার আইডিএফ এক বিবৃতিতে বলেছে, যে ইজরায়েলের সামরিক বাহিনীর সেরা গোলানি ব্রিগেড হামাসের পার্লামেন্ট ভবন দখল করে নিয়েছে ৷

একটি ছবিও প্রকাশ করা হয়েছে ৷ সেখানে গাজার পার্লামেন্ট ভবনে এক ইজরায়েলি সেনাকে দেশের পতাকা নিয়ে দেখা গিয়েছে ৷ গত 27 অক্টোবর গাজা উপত্যকার স্থলভাগে ইজরায়েল সেনা প্রবেশ করার পর থেকে দ্রুত সর্বত্র দখল নেওয়া শুরু করেছিল ৷ এমনকী হামাসের বিরুদ্ধে উত্তর গাজার হাসপাতালগুলিকে দখল করে যুদ্ধে ব্যবহার করার অভিযোগও তুলেছিল ইজরায়েলি সেনা ৷ বদলে নাগরিকদের গাজার দক্ষিণ প্রান্তে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল হামাস নেতৃত্ব ৷ হামাস মূলত হাসপাতালগুলিকে নিজেদের ওয়ার-রুম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছিল বলে অভিযোগ করে হামাস ৷

হামাসের জঙ্গিদের সঙ্গে স্থলভাগে যুদ্ধ চলাকালীন আরও দুই ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত ইজরায়েলি বাহিনীর 46 জন জওয়ান গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন ৷ সম্প্রতি যে দুই সেনার মৃত্যু হয়েছে তাঁদের পরিচয় স্টাফ সার্জেন্ট রোই মারোম (21) এবং রাজ আবদুলাফিয়া (27) ৷ মারোম দক্ষিণ ইজরায়েলের বাসিন্দা ৷ তিনি স্কুল অফ ইনফ্যান্ট্রি কর্পসের 906 নম্বর ব্যাটেলিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন ৷ আর আবদুলাফিয়া 686 ট্রুপের তৃতীয় ব্যাটেলিয়নের 12 নম্বর ডিভিশনের সদস্য ছিলেন ৷

গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে, ইজরায়েলে মোট 363 জন সেনা জওয়ান এবং আধিকারিকের প্রাণ গিয়েছে ৷ সেই সঙ্গে 59 জন পুলিশ আধিকারিক এবং শিন বেট গোয়েন্দা পরিষেবার 10 জন সদস্যের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার পর্যন্ত, ইজরায়েলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 200 জন ৷ যাদের মধ্যে বিদেশী নাগরিকরাও রয়েছেন ৷ ইজরায়েল কর্তৃপক্ষ এ পর্যন্ত 845 জন নাগরিক ও পুলিশ আধিকারিক-সহ 1 হাজার 162 জনের মৃত্যুর তথ্য দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. গাজার প্রধান হাসপাতালের বাইরে মুহুর্মুহু বিমান হামলা, পালাতে অক্ষম আটকে থাকা লোকেরা
  2. গাজার গণহত্যাকে যারা সমর্থন করছেন তাদের ধিক্কার, বললেন প্রিয়াঙ্কা
Last Updated : Nov 14, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details