নয়াদিল্লি, 21 নভেম্বর:সামনেই 26/11 ৷ 2008 সালে মুম্বইয়ে জঙ্গি হামলার 15 বছর পূর্তি ৷ ঠিক তার আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়াবার্তা দিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করল ইজরায়েল ৷ এই পাক জঙ্গি সংগঠনটিকে মঙ্গলবার 'ঘাতক ও নিন্দনীয়' বলে ব্যাখ্যা করেছে ইজরায়েল ৷ তবে জানা গিয়েছে, ভারত সরকারের কোনও অনুরোধ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল ৷
জানা গিয়েছে, লস্করকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সমস্ত সরকারি পদক্ষেপ সম্পন্ন করেছে ইজরায়েল ৷ ভারতে ইজরায়েলের দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় নিষেধাজ্ঞাও চাপানো হয়েছে এই জঙ্গি সংগঠনটির উপর ৷ দুটি ক্ষেত্রে ইজরায়েল কোনও সংগঠনকে নিষিদ্ধ করে ৷ প্রথমত, কোনও সংগঠন দেশে বা দেশের বাইরে থেকে ইজরায়েলের বিরুদ্ধে চক্রান্ত করলে সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ আবার, রাষ্ট্রসংঘ বা মার্কিন বিদেশ দফতর কোনও প্রশাসনকে নিষিদ্ধ ঘোষণা করলেও সেটির উপর নিষেধাজ্ঞা চাপায় ইজরায়েল ৷
ইজরায়েলের দূতাবাস সূত্রে আরও জানা গিয়েছে, ইজরায়েলের প্রতিরক্ষা ও বিদেশ দফতর গত কয়েক মাস ধরে কাজ করেছে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করার আগে ৷