গাজা, 22 অক্টোবর:গাজা-ভূখণ্ডে অব্যাহত ইজরায়েলি বিমান বাহিনীর হামলা ৷ রবিবার 16 তম দিনে পড়েছে ইজরায়েলের সঙ্গে গাজার জঙ্গি সংগঠন হামাসের সংঘর্ষ ৷ এরই মধ্যে ইজরায়েলি আক্রমণে গাজায় মৃত্যু হয়েছে আরও 50 জনের ৷ রবিবার এই খবর পাওয়া গিয়েছে ৷ গাজায় বসবাসকারী প্রায় 23 লক্ষ প্যালেস্তিনীয়র মধ্যে ইতিমধ্যেই অর্ধেক সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ৷ খাবার ও পানীয় জলেরও সংকটও দেখা দিয়েছে গাজায় ৷ এখানকার হাসপাতালগুলির তরফে আগেই জানানো হয়েছিল চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে, বিদ্যুৎ না থাকায় হাসপাতালের কাজ চালাতে জেনারেটরস ব্যবহার করা হচ্ছে, কিন্তু তাতেও জ্বালানীর অভাব দেখা দিয়েছে ৷ হামাসের স্বাস্থ্য বিভাগের তরফে রবিবার দাবি করা হয়েছে, শহরের পাঁচটি হাসপাতালে বিদ্যুতের অভাবে ও লাগাতার হামলার ফরে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ৷
অন্যদিকে, হামাসের তরফে এদিনও অভিযোগ করা হয়েছে গোটা ভূখণ্ডজুড়েই হামলা চালাচ্ছে ইজরায়েলি বায়ুসেনা ৷ এমনকি যে দক্ষিণাংশে গাজাবাসীকে সরে যেতে বলা হয়েছিল, সেখানেও হামলা চালানো হচ্ছে ৷ হামাস পরিচালিত গাজার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক জানিয়েছে, বাড়ি তো বটেই এমনকি নিরাপত্তার জন্য আশ্রয় নেওয়া ক্যাফেগুলিতেও চলছে ইজরায়েলের হামলা ৷ শনিবার মিশরের রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে 20 টি ট্রাক ভরতি ত্রাণ সামগ্রী ৷ কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি, এই ত্রাণ পর্যাপ্ত নয় ৷ আপাতত ইজরায়েল গাজা-রাফা সীমান্ত খুলে দেওয়ায় আগামী কয়েকদিনে 200টি ট্রাক ভরতি প্রায় 3 হাজার টন ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে ৷