পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

FIR against Imran Khan: সন্ত্রাসের অভিযোগ ! ইমরান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

ইমরান খান ও তাঁর দলীয় সহকর্মীদের বিরুদ্ধে নয়া এফআইআর দায়ের করল ইসলামাবাদ পুলিশ (Islamabad Police filed FIR against Imran Khan) ৷ কেন এই পদক্ষেপ করা হল ?

By

Published : Mar 19, 2023, 7:05 PM IST

Islamabad Police file FIR against Imran Khan and other PTI Leaders
ফাইল ছবি

ইসলামাবাদ, 19 মার্চ:পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) প্রধান ইমরান খান-সহ তাঁর দলের আরও একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করল ইসালামাবাদ পুলিশ (Islamabad Police filed FIR against Imran Khan) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের (সংশ্লিষ্ট আদালত) বাইরে অশান্তি ছড়ানোর জন্য ইমরান ও তাঁর দলীয় সহকর্মীদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ৷ ওই এফআইআরে অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার মতো গুরুতর অভিযোগ করা হয়েছে ৷

তোষাখানা মামলায় (Toshakhana Case) শনিবারই আদালতে হাজিরা দেন ইমরান ৷ আর তারপরই আদালত চত্বরের বাইরে পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ হয় পিটিআই সদস্য ও ইমরানের অনুগামীদের মধ্য়ে ৷ পিটিআই সদস্যদের পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, এমনকী পেট্রল বোমা ছুড়তে দেখা যায় ৷ পালটা লাঠিচার্জ করে পুলিশ ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল ৷ এই অশান্তির সময় পুলিশের একাধিক গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ আগুন লাগানো হয় স্থানীয় একটি পুলিশ চৌকিতেও ৷ শনিবারের এই সংঘর্ষে পুলিশের অন্তত 25 জন আধিকারিক আহত হন ৷

আরও পড়ুন:গেট ভেঙে ইমরানের বাড়ি ঢুকল পুলিশ, গ্রেফতার 20 পিটিআই সমর্থক

এই ঘটনার প্রেক্ষিতেই ইমরান ও তাঁর দলীয় সহকর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ ইসলামাবাদ পুলিশের সন্ত্রাসদমন শাখায় এই অভিযোগটি দায়ের করেছেন রামনা থানার হাউস অফিসার মালিক রশিদ আহমেদ ৷ তাঁর বক্তব্য, ইমরান খান ও তাঁর অনুগামীরা 144 ধারা লঙ্ঘন করেছেন ৷ তাঁরা পুলিশের উপর হামলা চালিয়েছেন ৷ সরকারি সম্পত্তি নষ্ট করেছেন ৷ শনিবারের শুনানি প্রক্রিয়া চলাকালীন পিটিআইয়ের সশস্ত্র সদস্যরা আদালত চত্বর চারদিক দিয়ে ঘিরে ফেলেন ৷ আদালতের প্রধান ফটক ভেঙে ফেলা হয় ৷ তারপর শুরু হয় ইট ও পাথরবৃষ্টি ৷ পাথরের আঘাতে আদালত ভবনের জানলাগুলি ভেঙে না-যাওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকে ৷ শুধু তাই নয় ৷ হামলাকারীদের তাণ্ডবে অসংখ্য চারচাকা গাড়ি মোটরবাইক পুড়ে খাক হয়ে যায় ৷ এমনকী, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের অস্ত্র ছিনতাই করারও অভিযোগ তোলেন মালিক ৷

ABOUT THE AUTHOR

...view details