ইসলামাবাদ, 19 মার্চ:পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) প্রধান ইমরান খান-সহ তাঁর দলের আরও একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করল ইসালামাবাদ পুলিশ (Islamabad Police filed FIR against Imran Khan) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের (সংশ্লিষ্ট আদালত) বাইরে অশান্তি ছড়ানোর জন্য ইমরান ও তাঁর দলীয় সহকর্মীদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ৷ ওই এফআইআরে অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার মতো গুরুতর অভিযোগ করা হয়েছে ৷
তোষাখানা মামলায় (Toshakhana Case) শনিবারই আদালতে হাজিরা দেন ইমরান ৷ আর তারপরই আদালত চত্বরের বাইরে পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ হয় পিটিআই সদস্য ও ইমরানের অনুগামীদের মধ্য়ে ৷ পিটিআই সদস্যদের পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, এমনকী পেট্রল বোমা ছুড়তে দেখা যায় ৷ পালটা লাঠিচার্জ করে পুলিশ ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল ৷ এই অশান্তির সময় পুলিশের একাধিক গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ আগুন লাগানো হয় স্থানীয় একটি পুলিশ চৌকিতেও ৷ শনিবারের এই সংঘর্ষে পুলিশের অন্তত 25 জন আধিকারিক আহত হন ৷