বাগদাদ, 27 সেপ্টেম্বর: বিয়েবাড়ির অনুষ্ঠানে কমপক্ষে 100 জনের পুড়ে মৃত্যু হল ৷ জখম 150 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ইরাকে ৷ বুধবার প্রশাসন জানিয়েছে, ইরাকের নিনোভাহ প্রদেশের হামদানিয়া এলাকায় বিয়েবাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে ৷ হামদানিয়া ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমে মসুল শহরের বাইরে অবস্থিত ৷ রাজধানী থেকে এর দূরত্ব 335 কিলোমিটার ৷
বিভিন্ন সংবাদমাধ্যমে বিয়েবাড়ির ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে । ওই বিয়েবাড়ির হলটির মধ্যে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া মৃতদেহ ৷ এক ব্যক্তি দমকলবাহিনীর কর্মীদের উদ্দেশ্যে করে চিৎকার করছেন ৷ স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র সইফ আল-বাদর স্থানীয় একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবদিক দিয়ে সাহায্য করা হবে ৷ স্বাস্থ্য দফতরের দেওয়া একটি তথ্য বলছে, এখনও পর্যন্ত 114 জনের মৃত্যু হয়েছে ৷ প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷