তেহরান, 27 নভেম্বর: হিজাবহীন মহিলা গ্রাহককে (Unveiled Woman) পরিষেবা দেওয়ার 'অপরাধে' চাকরি খোয়াতে হল এক ব্যাংক ম্য়ানেজারকে (Bank Manager) ! ঘটনাটি ঘটেছে ইরানে (Iran) ৷ রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ঘটনা প্রকাশ্যে আনা হয় ৷ প্রসঙ্গত, ইরানের আইন অনুসারে প্রকাশ্যে মহিলাদের মাথা ঢাকা থাকা বাঞ্ছনীয় ৷ কিন্তু, এখন সেই 'নিয়ম'কেই চ্য়ালেঞ্জ করে রাস্তায় নেমেছেন দেশের সাধারণ নাগরিকরা ৷ দেশজুড়ে চলছে বিক্ষোভ ৷ পুলিশের ব্যাপক ধরপাকড়, গুলি, অত্যাচার কোনও কিছুতেই দমানো যাচ্ছে না গণ-আন্দোলন ৷ তারই মধ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসায় অশান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল ৷
ইরানের নাগরিকদের অভিযোগ, তাঁদের ঘরের মেয়েদের বাড়ির বাইরে বেরোতে হলে শুধু মাথা নয়, একইসঙ্গে ঘাড় এবং চুলও সম্পূর্ণ ঢেকে রাখতে হয় ৷ তা না হলে তাঁদের নীতি পুলিশের প্রবল অত্যাচার সহ্য করতে হয় ৷ পশ্চিম এশিয়ার এই দেশের জনসংখ্য়া 8 (আট) কোটির কিছু বেশি ৷ সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা সেই 8 কোটি জনগণকেই নাড়িয়ে দিয়েছে ৷ গত 16 সেপ্টেম্বর প্রয়াত হন 22 বছরের তরুণী মেহসা আমিনি (Mahsa Amini) ৷ নীতি পুলিশদের হেফাজতে থাকাকালীনই গুরুতর জখম হন ওই তরুণী ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷