পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bank Manager Fired: হিজাবহীন মহিলাকে পরিষেবা, ইরানে চাকরি গেল ব্যাংক ম্য়ানেজারের - হিজাব

হিজাবহীন মহিলা গ্রাহককে (Unveiled Woman) পরিষেবা দিয়েছেন ৷ এই 'অপরাধে' চাকরি খোয়াতে হল এক ব্যাংক ম্য়ানেজারকে ! ইরানের (Iran) ঘটনায় বাড়ছে ক্ষোভ ৷

Iran Bank Manager Fired For Serving an Unveiled Woman
Iran News: হিজাবহীন মহিলাকে পরিষেবা, ইরানে চাকরি গেল ব্যাংক ম্য়ানেজারের

By

Published : Nov 27, 2022, 6:07 PM IST

তেহরান, 27 নভেম্বর: হিজাবহীন মহিলা গ্রাহককে (Unveiled Woman) পরিষেবা দেওয়ার 'অপরাধে' চাকরি খোয়াতে হল এক ব্যাংক ম্য়ানেজারকে (Bank Manager) ! ঘটনাটি ঘটেছে ইরানে (Iran) ৷ রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ঘটনা প্রকাশ্যে আনা হয় ৷ প্রসঙ্গত, ইরানের আইন অনুসারে প্রকাশ্যে মহিলাদের মাথা ঢাকা থাকা বাঞ্ছনীয় ৷ কিন্তু, এখন সেই 'নিয়ম'কেই চ্য়ালেঞ্জ করে রাস্তায় নেমেছেন দেশের সাধারণ নাগরিকরা ৷ দেশজুড়ে চলছে বিক্ষোভ ৷ পুলিশের ব্যাপক ধরপাকড়, গুলি, অত্যাচার কোনও কিছুতেই দমানো যাচ্ছে না গণ-আন্দোলন ৷ তারই মধ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসায় অশান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল ৷

ইরানের নাগরিকদের অভিযোগ, তাঁদের ঘরের মেয়েদের বাড়ির বাইরে বেরোতে হলে শুধু মাথা নয়, একইসঙ্গে ঘাড় এবং চুলও সম্পূর্ণ ঢেকে রাখতে হয় ৷ তা না হলে তাঁদের নীতি পুলিশের প্রবল অত্যাচার সহ্য করতে হয় ৷ পশ্চিম এশিয়ার এই দেশের জনসংখ্য়া 8 (আট) কোটির কিছু বেশি ৷ সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা সেই 8 কোটি জনগণকেই নাড়িয়ে দিয়েছে ৷ গত 16 সেপ্টেম্বর প্রয়াত হন 22 বছরের তরুণী মেহসা আমিনি (Mahsa Amini) ৷ নীতি পুলিশদের হেফাজতে থাকাকালীনই গুরুতর জখম হন ওই তরুণী ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন:হিজাব পরায় আপত্তি, মার্কিন সাংবাদিকের সাক্ষাৎকার বাতিল ইরানের প্রেসিডেন্টের

ইরানের আমজনতার অভিযোগ, পুলিশই মেহসাকে পিটিয়ে খুন করেছে ৷ তাঁর অপরাধ ? পুলিশের দাবি, তাঁকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন নাকি তিনি হিজাবে (Hijab) ঠিক মতো মাথা, চুল, ঘাড় ঢাকেননি ! প্রাণ দিয়ে সেই 'ভুলের' খেসারত দিতে হয়েছে মেহসাকে ৷ আর তাঁর এই বলিদান দেশে গণঅভ্যুত্থান ঘটিয়েছে ৷ যদিও প্রশাসনের দাবি, আন্দোলন নয়, ইরানজুড়ে 'দাঙ্গা' ছড়াচ্ছে কিছু মানুষ !

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চাকরি হারানো ওই ম্য়ানেজার যে ব্যাংকে কাজ করেন, সেটি কিউওম প্রদেশে অবস্থিত ৷ রাজধানী তেহরানের থেকে কিউওম প্রদেশের দূরত্ব খুব বেশি নয় ৷ সূত্রের দাবি, গত বৃহস্পতিবার তিনি এমন এক মহিলা গ্রাহককে পরিষেবা দেন, যিনি হিজাব পরে ছিলেন না ৷ এরই জেরে গভর্নরের নির্দেশ ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ! স্বাভাবিকভাবেই এমন পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছে ইরানের আমজনতা ৷ সোশাল মিডিয়াতেও এর প্রতিবাদে সরব হয়েছেন নেটনাগরিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details