জাকার্তা, 24 জুলাই: নৌকাডুবিতে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইন্দোনেশিয়া থেকে ৷ সেখানকার সুলাওয়েসি দ্বীপের কাছে এই নৌকাডুবি ঘটে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ৷ এখনও নিখোঁজ 19 জন ৷ বহন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ৷ বুটনের অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান মহম্মদ আরাফা জানিয়েছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের বুটন সেন্ট্রাল রিজেন্সির ল্যান্টো গ্রাম থেকে কাছের লাগি গ্রামে যাচ্ছিল ৷ সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷
তিনি আরও জানান, কাঠের নৌকাতে 40 জন ছিলেন৷ কিন্তু ওই নৌকার বহন ক্ষমতা 20 ৷ ফলে বহন ক্ষমতার চেয়ে দ্বিগুণ ছিল ওই নৌকায় ৷ সেই কারণেই নৌকাটি ডুবে যায় ৷ 15 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ছ’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ বাকি 19 জনের খোঁজ নেই ৷ তাঁদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা ৷ তিনটি রাবারের নৌকা, দু’টি মাছ ধরার নৌকা ও ছ’জন ডুবুরি নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ৷
রবিবার রিজেন্সির নবম বর্ষপূর্তি ছিল ৷ সেই কারণে ওই গ্রামে হাজার হাজার মানুষ ওই গ্রামে হাজির হয়েছিলেন ৷ কেউ যাত্রিবাহী নৌকায় সেখানে গিয়েছিলেন ৷ কেউ আবার মাছ ধরার নৌকায় সওয়ার হয়ে ওই এলাকায় হাজির হন ৷ একই ভাবে সেখান থেকে ফিরছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷