পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indonesia Imprisons Woman: শুকরের মাংস খাওয়ার আগে ঈশ্বরের নামে প্রার্থনা, ইন্দোশিয়ায় মুসলিম মহিলাকে কারাদণ্ড - করের মাংস খাওয়ার আগে ঈশ্বরের নামে প্রার্থনা

Indonesia Imprisons Woman under Blasphemy Laws: টিকটকে ভিডিয়ো করে শুকরের মাংস হওয়ার আগে মুসলিমরা যে প্রার্থনা করেন, সেই প্রার্থনা করার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে ৷ তিনি পরে ক্ষমাও চান ৷ কিন্তু মঙ্গলবার ইন্দোনেশিয়ার আদালত মহিলাকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে ৷

Indonesia Imprisons Woman
Indonesia Imprisons Woman

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 3:21 PM IST

পালেমব্যাং (ইন্দোনেশিয়া), 22 সেপ্টেম্বর: ধর্মীয় ঘৃণা ছড়ানোয় এক মহিলাকে দু’বছরের কারাদণ্ড দিল ইন্দোনেশিয়ার একটি আদালত ৷ তাঁর বিরুদ্ধে টিকটকে ভিডিয়ো করে শুকরের মাংস হওয়ার আগে মুসলিমরা যে প্রার্থনা করেন, সেই প্রার্থনা করার অভিযোগ ওঠে ৷ শুকরের মাংস খাওয়া ইসলামে নিষিদ্ধ ৷ সেই কারণেই তাঁকে সুমাত্রা দ্বীপের দক্ষিণ সুমাত্রা প্রদেশের পালেমব্যাং আদলত সাজা দিয়েছে ৷ মঙ্গলবার এই সাজা শোনানো হয়৷ ওই মহিলার নাম লিনা লুৎফিওয়াতি ৷ তাঁকে 250 মিলিয়ন রুপিয়াহ (স্থানীয় মুদ্রা) জরিমানাও করা হয়েছে (16 হাজার 262 মার্কিন ডলার) ৷

দোষী সাব্যস্ত হওয়া মহিলা চলতি বছরের মার্চ মাসে ওই ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ তার পর ভিডিয়োটি ভাইরাল হওয়ায় তিনি বিপাকে পড়েন ৷ তাঁর বিরুদ্ধে বিচার শুরু হওয়ার পর ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তিনি ক্ষমাও চেয়ে নেন ৷ তার পরও সাজা থেকে রেহাই পেলেন না তিনি ৷ মঙ্গলবার রায় বের হওয়ার পর তিনি আবার ক্ষমা চেয়েছেন ৷

রায়ের কথা শুনে লিনা লুৎফিওয়াতি বলেন, "আমি অবাক হয়েছি । আমি অনেকবার ক্ষমা চেয়েছি । আসলে, আমি জানি যে আমি ভুল ছিলাম ৷ কিন্তু আমি আশা করিনি যে সাজা দুই বছর হবে ।"

ওই মহিলাকে ইন্দোনেশিয়ার ধর্মনিন্দা সংক্রান্ত আইন বলে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ সাধারণত, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হলে, এই আইন প্রয়োগ করা হয় ৷ কিন্তু ওই দেশের সরকারের সমালোচকরা বলেন যে এই আইন ব্যবহার করে প্রশাসন প্রায়ই মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে ৷

তাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর উসমান হামিদ বলেন, ‘‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও লিনার সঙ্গে যা ঘটছে, তা আশ্চর্যজনক নয় । এই আইনগুলো ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার জন্যও ব্যবহার করা হয়েছে ।’’

আরও পড়ুন:যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে যোগব্যায়ামেই শান্তির ঠিকানা

ABOUT THE AUTHOR

...view details