টরন্টো, 29 ডিসেম্বর: কানাডার বেশ কিছু মন্দিরে প্রবেশ ও সেখানকার জিনিসপত্র ভাঙচুরের ঘটনায় একজন ইন্দো-কানাডিয়ান ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ শুক্রবার ডারহাম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, কানাডার ডারহাম অঞ্চলে এবং গ্রেটার টরন্টো অঞ্চলে হিন্দু মন্দিরে একাধিক ভাঙচুর ও চুরির ঘটনায় 41 বছর বয়সি একজন ইন্দো-কানাডিয়ান ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, অপরাধগুলি ঘৃণামূলক অপরাধ বা ঘৃণা দ্বারা অনুপ্রাণিত বলে মনে হচ্ছে না প্রে সবিজ্ঞপ্তিতে ডারহাম আঞ্চলিক পুলিশের তরফে জানানো হয়েছে ৷
ব্রাম্পটন শহরে পুলিশ যাঁকে গ্রেফতার করেছে তাঁর নাম জগদীশ পান্ধের ৷ প্রেস রিলিজ অনুসারে, অক্টোবরের প্রথম দিকে পিকারিং-এর বেলি স্ট্রিট এবং ক্রসনো বুলেভার্ড এলাকায় একটি হিন্দু মন্দিরে ভাঙচুর এবং প্রবেশের ঘটনায় অভিযান চালায় পুলিশ । পান্ধেরকে নিরাপত্তা কর্মীদের নজরদারিতে মন্দিরে ঢুকতে এবং দান বাক্স থেকে প্রচুর পরিমাণে নগদ নিতে দেখা গিয়েছে । পুলিশ আসার আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গিয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "পরে সকালে তাঁকে পিকারিং এবং অ্যাজাক্সের হিন্দু মন্দিরে প্রবেশ করতে এবং ব্যাপক ভাঙচুর করতে দেখা গিয়েছে নজরদারি ফুটেজে ।