ওয়াশিংটন, 30 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুর্দান্ত না হলেও স্থিতিশীল ৷ শুক্রবার মস্কো প্রসঙ্গে বলতে গিয়ে এই কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তাঁর মতে, পশ্চিমি দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্কে ফাটল ধরেছে ৷ এমতাবস্থায় রাশিয়া এশিয়ার দেশগুলির প্রতি মনোযোগী হবে ৷
এদিন তিনি হাডসন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন ? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীলই রয়েছে ৷ তিনি আরও জানান, বিগত 70 বছরে প্রতিটি আন্তর্জাতিক সম্পর্কই ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ৷ তবে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "ভারত, রাশিয়া ব্যতিক্রমী ৷ সবসময় স্থিতিশীল অবস্থায় ছিল ৷ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা স্থিতিশীলই রয়েছে ৷"
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ৷ এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, "ইউক্রেনে যা হচ্ছে, তাতে মনে হচ্ছে রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলির সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাশিয়া এশিয়ার দেশগুলির দিকে আরও বেশি করে নজর দেবে, এটাই আশা করা যায় ৷ যদিও ইতিহাস বলছে, রাশিয়া নিজেকে সবসময় ইউরোপের অন্যতম শক্তিধর দেশ হিসেবেই বিবেচনা করে এসেছে ৷"