পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

India Electricity: এয়ার কন্ডিশনের অতি ব্যবহার, বিদ্যুৎ খরচে আফ্রিকাকে ছাড়িয়ে যেতে পারে ভারত! - আন্তর্জাতিক এনার্জি এজেন্সি

এয়ার কন্ডিশন ব্য়বহারের কারণে ভারতের বিদ্যুতের চাহিদা ক্রশই বৃদ্ধি পাচ্ছে ৷ যা 2050 সালে মধ্যে আফ্রিকার মোট বিদ্যুতের খরচকে ছাড়িয়ে যাবে ৷ এমনই তথ্য দিচ্ছে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 5:27 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর:গরম থেকে রেহাই পেতে এসির ব্যবহার ক্রমশই বাড়ছে ভারতে ৷ তার জেরে দেশে বিদ্যুতের চাহিদা তুঙ্গে ৷ এই ভাবে চলতে থাকলে দেশের বিদ্যুতের খরচ নয় গুণ বৃদ্ধি পাবে ৷ পরিস্থিতি এতটাই ভয়ানক হবে যে, ভারতে শুধু এসি-র কারণে বিদ্যুতের খরচ 2050 সালের মধ্যে আফ্রিকার মোট বিদ্যুৎ খরচের সমান হবে । মঙ্গলবার আন্তর্জাতিক এনার্জি এজেন্সি-র সমীক্ষায় উঠে আসছে এরকমই তথ্য ৷ আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) ওয়ার্ল্ড এনার্জি আউটলুকে রিপোর্টে জানানো হয়েছে, এইভাবে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকলে আগামী তিন দশকের মধ্যে ভারতে বিদ্যুতের চাহিদা যেকোনও দেশকে হার মানাবে ৷

আন্তর্জাতিক এনার্জি এজেন্সি-র দেওয়া তথ্য অনুযায়ী, বিগত পাঁচ দশকে ভারত 700টিরও বেশি তাপপ্রবাহ হয়েছে ৷ ফলে 17 হাজার জনেরও বেশি প্রাণ গিয়েছে । ভারতের ভৌগলিক অবস্থানের কারণে আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে ৷ গরম বাড়ছে ৷ গরমের থেকে রেহাই পেতে ক্রমশই এয়ার কন্ডিশন বা এসি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ৷ 2010 সাল থেকে প্রতি 100 পরিবারে পরিবারের বিদ্যুতের খরচ প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে ৷ বলা যায় পরিবার পিছু বিদ্যুৎ খরচ 24 ইউনিটে পৌঁছেছে।

এই প্রসঙ্গেই প্যারিসের একটি এনার্জি সংস্থা জানিয়েছে , গরম থেকে বাঁচতেই মানুষ এয়ার কন্ডিশনার বা এসি কিনছে ৷ অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে তাপমাত্রা 25ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার সঙ্গে সঙ্গে নাগরিকদের মধ্যে এসি কেনার প্রবণতা বাড়ছে ৷ 2019 থেকে 2022 সালের মধ্যে এসি ব্যবহার সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে ৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের ব্যবহারও ৷ এই তিন বছরে মধ্যে বিদ্যুতের চাহিদা 21 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যার মধ্যে এসি ব্যবহারে কারণে 10 শতাংশ বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৷ পাশাপাশি আন্তর্জাতিক এনার্জি এজেন্সি প্রকাশিত তথ্য অনুয়ায়ী জানানো হয়েছে এই বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণ এসি ব্যবহার বৃদ্ধি নয়, তার মধ্যে আছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন-সহ অন্যান্য গৃহস্থালীর ব্যবহৃত যন্ত্রপাতিও আছে ৷ তাই সময় থাকতে বিকল্প চিন্তা ভাবনা করা প্রয়োজন বলে মনে করছে এই সংস্থা ৷

আরও পড়ুন:নভেম্বরে বাজারে আসতে চলেছে নতুন আইম্যাক
সূত্র: পিটিআই

ABOUT THE AUTHOR

...view details