নয়াদিল্লি, 24 অক্টোবর:গরম থেকে রেহাই পেতে এসির ব্যবহার ক্রমশই বাড়ছে ভারতে ৷ তার জেরে দেশে বিদ্যুতের চাহিদা তুঙ্গে ৷ এই ভাবে চলতে থাকলে দেশের বিদ্যুতের খরচ নয় গুণ বৃদ্ধি পাবে ৷ পরিস্থিতি এতটাই ভয়ানক হবে যে, ভারতে শুধু এসি-র কারণে বিদ্যুতের খরচ 2050 সালের মধ্যে আফ্রিকার মোট বিদ্যুৎ খরচের সমান হবে । মঙ্গলবার আন্তর্জাতিক এনার্জি এজেন্সি-র সমীক্ষায় উঠে আসছে এরকমই তথ্য ৷ আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) ওয়ার্ল্ড এনার্জি আউটলুকে রিপোর্টে জানানো হয়েছে, এইভাবে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকলে আগামী তিন দশকের মধ্যে ভারতে বিদ্যুতের চাহিদা যেকোনও দেশকে হার মানাবে ৷
আন্তর্জাতিক এনার্জি এজেন্সি-র দেওয়া তথ্য অনুযায়ী, বিগত পাঁচ দশকে ভারত 700টিরও বেশি তাপপ্রবাহ হয়েছে ৷ ফলে 17 হাজার জনেরও বেশি প্রাণ গিয়েছে । ভারতের ভৌগলিক অবস্থানের কারণে আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে ৷ গরম বাড়ছে ৷ গরমের থেকে রেহাই পেতে ক্রমশই এয়ার কন্ডিশন বা এসি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ৷ 2010 সাল থেকে প্রতি 100 পরিবারে পরিবারের বিদ্যুতের খরচ প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে ৷ বলা যায় পরিবার পিছু বিদ্যুৎ খরচ 24 ইউনিটে পৌঁছেছে।