সিঙ্গাপুর, 16 জুন: ভেঙে পড়া ধ্বংসস্তূপের মধ্যে থেকে এক ভারতীয় যুবকের দেহ উদ্ধার হল ৷ তাঁর বয়স আনুমানিক 20 বছর। স্থানীয় সময়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ৷ সিঙ্গাপুরের তাংজং পাগার এলাকায় একটি বহুতল ভাঙার কাজ চলছিল ৷ সেই সময় বহুতলটি ধ্বসে পড়ে ৷ আর সেখানে থাকা ওই যুবক ধ্বংসস্তূপের 2 মিটার নিচে চাপা পড়ে যান ৷ প্রায় 6 ঘণ্টা পর রাত 9টা 45 মিনিটে দেহ উদ্ধার হয় ওই যুবকের ৷ বহুতল ধসে পড়ার ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, সিঙ্গপুর সিভিল ডিফেন্স ফোর্সের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ওই যুবক একটি 50 টন ওজনের কংক্রিটের স্ল্যাবের নিচে চাপা পড়ে গিয়েছিলেন ৷ ফলে সেটিকে কেটে সেখান থেকে সরাতে দীর্ঘক্ষণ সময় চলে যায় ৷ প্রথমে বলা হয়েছিল, সাইটে কাজ করা ওই কর্মী নিরুদ্দেশ রয়েছেন ৷ পরবর্তী সময় তল্লাশি অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাঁকে পাওয়া যায় ৷ কিন্তু, যখন তাঁর খোঁজ মেলে, সেই সময় ওই যুবকের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল, পালস খুঁজে পাওা যাচ্ছিল না ৷
সূত্রের খবর, 2টো নাগাদ ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে সিঙ্গপুর সিভিল ডিফেন্স ফোর্সের এগারোটে এমার্জেন্সি গাড়ি এবং 70 জন আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দমকল বিভাগের কর্মীরাও সেখানে পৌঁছন ৷ এছাড়াও উদ্ধারকারী একটি দল ও মেডিক্যাল টিম সেখানে যায় ৷ জানা গিয়েছে, মৃত ভারতীয় ওই যুবক সিঙ্গাপুরে একটি বেসরকারি সংস্থায় কর্মী ছিলেন ৷ ওই সংস্থাটি মূলত বেআইনি, বিপজ্জনক বহুতল ভাঙার কাজ করে ৷ তেমনি একটি বহুতলের একাংশ ভাঙার কাজ চলছিল ৷ কিন্তু, সেই সময় পুরো বহুতলটি ধসে পড়ে ৷ তবে, সেটি খালি থাকায় আর কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷
আরও পড়ুন:বিমান দুর্ঘটনার 40 দিন পর জীবিত অবস্থায় উদ্ধার 4 নাবালক !
ওই সংস্থার এক কর্তা জানিয়েছেন, কেন ও কীভাবে বহুতলটি পুরোপুরি ভেঙে পড়ল, তা জানতেসময় লাগবে ৷ এ নিয়ে সিঙ্গাপুরের বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি বহুতল ভাঙার কাজ করা সংস্থাকে একটি নোটিশ পাঠিয়েছে ৷ সেখান বলা হয়েছে, ওই সংস্থা এই মুহূর্তে তাদের সব কাজ বন্ধ করে দেবে ৷ যতদিন এই ঘটনার তদন্ত চলবে ও বহুতল ভেঙে পড়ার কারণ জানা যাবে না । সংস্থার অন্য সব কাজ বন্ধ রাখতে হবে ৷ এমনকী তাদের বহুতল ভাঙার পারমিট আপাতত প্রত্যাহার করা হয়েছে ৷