সিঙ্গাপুর, 2 অগস্ট: একটি বিলাসবহুল জাহাজ থেকে সিঙ্গাপুর প্রণালীতে পড়ে মৃত্যু হল 64 বছরের এক ভারতীয় মহিলা ৷ তাঁর নাম রীতা সাহানি ৷ সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে স্বামীর সঙ্গে ওই বিলাসবহুল জাহাজে সওয়ার হয়েছিলেন ৷ রীতা সাহানির ছেলে বিবেক সাহানি এক সোশাল মিডিয়া পোস্টে এ খবর জানিয়েছেন ৷ জাহাজের সিসিটিভি ফুটেজে পড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ার কথাও বলা হয়েছে সেখানে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি জাহাজের ডেকের রেলিং থেকে সমুদ্রে পড়ে গিয়েছেন ৷ তাঁর আরেক ছেলে অপূর্ব সাহানি জানিয়েছেন, বৃদ্ধা সাঁতার জানতেন না ৷ সিঙ্গাপুর পুলিশ এবং উপকূল রক্ষীবাহিনী তাঁর খোঁজ চালাচ্ছে ৷
সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বছর সত্তরের জাকেশ সাহানি এবং তাঁর স্ত্রী রীতা সাহানি পেনাংগ থেকে সিঙ্গাপুর আসছিলেন রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে চড়ে ৷ সিঙ্গাপুর ঘুরতে গিয়ে 4 দিনের জন্য সেই বিলাসবহুল জাহাজে সওয়ার হয়েছিলেন তাঁরা সমুদ্র ভ্রমণের জন্য ৷ সোমবার জাহাজটি সিঙ্গাপুরে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস ৷ জাকেশ সাহানি ঘুম থেকে উঠে স্ত্রী'কে ঘরে দেখতে পাননি ৷ এরপর তিনি জাহাজের প্রতিটি ডেকে স্ত্রীর খোঁজ শুরু করেন ৷ কিন্তু, তাঁর হদিশ না-পেয়ে কর্তৃপক্ষকে জানান ৷