পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Student Stabbed: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, অবস্থা আশঙ্কাজনক - condition critical

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে 24 বছর বয়সি এক ভারতীয় ছাত্রকে খুনের চেষ্টা ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আহতের নাম বরুণ। স্থানীয় একটি জিমের মধ্যে এই হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 9:42 AM IST

Updated : Nov 1, 2023, 9:48 AM IST

ওয়াশিংটন, 1 নভেম্বর:বিদেশে পড়তে গিয়ে আবারও দুষ্কৃতী হামলার শিকার ভারতীয় ছাত্র ৷ 24 বছর বয়সি ভারতীয় পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ৷ আহতের নাম বরুণ ৷ রবিবার আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে এই ঘটনাটি ঘটেছে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই পডুয়া ৷ তাঁর শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এমনটাই জানা গিয়েছে স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে ৷

সূত্রের খবর, স্থানীয় সময় রবিবার সকালে ইন্ডিয়ানা প্রদেশের ভালপারাইসো শহরে একটি পাবলিক জিমে গিয়েছিলেন বছর চব্বিশের বরুণ ৷ সেখানেই তাঁর উপর ছুরি দিয়ে হামলা চালায় অভিযুক্ত জোরডান আন্দ্রে নামে ওই ব্যক্তি ৷ হঠাৎ কেন মার্কিন নাগরিক তার উপর হামলা চালালো তার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে ছুরির এলোপাথারি আঘাতে গুরুতর আহত হয়েছে ওই তরুণ ৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে ৷

হামলার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত জোরডান পুলিশি জিজ্ঞাসাবাদে হামলার কথা স্বীকার করেছে। তার দাবি, সে জিমে ওই ব্যক্তিকে মেসেজ করে দিতে অনুরোধ করেছিল ৷ আগে থেকে পরিচিতি না থাকলেও ওই যুবক তাকে অন্য ঘরে নিয়ে মেসেজ শুরু করে। তাঁর আচরণ সন্দেহ জনক লাগে আন্দ্রের ৷ ঠিক করে মেসেজ করার কথা বলে ৷ এরপর দুই ব্যক্তির মধ্যে কয়েকটি বিষয়ে উতপ্ত বাক্য বিনিময় হয়। আন্দ্রের দাবি, ওই বিশেষ মুহূর্তে তার নিজেকে অসুরক্ষিত মনে হচ্ছিল। নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় সে হামলা চালায়।

এই বক্তব্য কতদূর সত্য তা খতিয়ে দেখছে পুলিশ। সে সময় জিমে আর কারা কারা ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে এক ভারতীয় তরুণীকে খুনের অভিযোগ ওঠে। তবে সেই ঘটনায় অভিযুক্ত হন ভারতীয় বংশোদ্ভুত এক ব্যক্তি ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রবাসে ভারতীয় তরুণের উপর হামলা হল ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে বারবার ভারতীয়দের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন:লন্ডনে খুন এ দেশের তরুণী, অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তি

Last Updated : Nov 1, 2023, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details