টরন্টো, 9 এপ্রিল : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া ৷ টরন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, 21 বছর বয়সি ওই পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব ৷ সেন্ট জেমসের গ্লেন রোডে শেরবর্ন টিটিসি স্টেশনে ঢোকার মুখে তাঁর উপর একাধিক গুলি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ী (Indian student shot dead in Canada) ৷
ঘটনাস্থলেই তাঁর চিকিৎসা শুরু করেন এক স্বাস্থ্যকর্মী ৷ এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ টরন্টো পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে তদন্তকারীরা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে গুলি চালানোর সময় একজন কৃষ্ণবর্ণ চেহারার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে ৷ 5ফুট 6-7ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তিকে একটি হ্যান্ডগান নিয়ে গ্লেন রোড থেকে হাওয়ার্ড স্ট্রিটের দিকে হাঁটতে দেখা গিয়েছে ।