নয়াদিল্লি, 26 এপ্রিল : অতি দূর আকাশের নবীন প্রজন্মের নক্ষত্রদের সন্ধান দিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা ৷ এই নক্ষত্রগুলি বিরল ৷ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এরা আস্তে আস্তে বড় নক্ষত্রে পরিণত হচ্ছে ৷ মহাকর্ষ বলের প্রভাবে মহাজাগতিক বস্তুগুলির সংযুক্তিকরণও এর অন্যতম কারণ ৷ এই গবেষণা করেছেন আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট (ARIES), টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা টিআইএফআর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইআইএ-র বিজ্ঞানীরা ৷ নক্ষত্র আবিষ্কারের আন্তর্জাতিক প্রচেষ্টার অংশীদার এই ভারতীয় সংস্থাগুলির জ্যোতির্বিজ্ঞানীরা (Indian space scientists have spotted extremely rare group of young stars) ৷
নবীন নক্ষত্রগুলি কী ?
কম ভরের এই তারাগুলির কেন্দ্রে এখনও হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়া অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর একত্রীকরণ শুরু হয়নি ৷ এদের মধ্যে মহাজাগতিক আকর্ষণ বল এবং ডয়েটেরিয়াম ফিউশন বিক্রিয়া চলছে ৷ যেটা একটি নক্ষত্রের 'প্রি-মেন-সিকোয়েন্স' বা পিএমএস পর্ব ৷ খুদে তারার নক্ষত্রে রূপান্তরিত হওয়ার ধাপ ৷ এই অবস্থায় তারাগুলিকে একটি ডিস্ক বা চাকা ঘিরে থাকে ৷ চাকাটির চারপাশ থেকে গ্যাস আর ধুলো জাতীয় পদার্থই এই পর্যায়ের নক্ষত্রে খাদ্য বা আয়তন বাড়ানোর উপাদান ৷ এই পদ্ধতিকে 'মাস অ্যাক্রিশন' বা ভর বাড়ানোর প্রক্রিয়া ৷