গয়া (বিহার), 29 ডিসেম্বর: দলাই লামার বিরুদ্ধে গোয়েন্দাগিরি ! তেমনটা খবর পেয়েছেন ভারতীয় নিরাপত্তা এজেন্সি ৷ এক চিনা নাগরিক মহিলা নাকি তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে গোপনে অনুসরণ করে চলেছেন ৷ তাঁর খবরাখবর রাখার চেষ্টা করছেন ৷ তাই বিহারের গয়ায় ব্যাপক তল্লাশি অভিযান চালাল ভারতীয় নিরাপত্তা সংস্থা ৷ এর পাশাপাশি ওই মহিলার একটি স্কেচ বানিয়ে তা বিভিন্ন জায়গায় ছড়িয়েও দেওয়া হয়েছে (Massive search for a suspected Chinese woman who allegedly came to Bihar's Gaya to spy on Tibetan spiritual leader Dalai Lama) ৷
এখন দলাই লামা গয়ায় রয়েছেন ৷ এই পরিস্থিতিতে ধর্মগুরু দলাই লামার সুরক্ষার স্বার্থে চারটি স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ গয়া পুলিশ ওই সন্দেহভাজন চিনে মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ সামাজিক মাধ্যমের সাহায্যও নিচ্ছেন আধিকারিকেরা ৷ কেন্দ্রীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলিকে এ বিষয়ে ওয়াকিবহাল করা হয়েছে ৷ তাঁরাও ওই মহিলার সন্ধান চালাচ্ছে ৷
সূত্রে জানা গিয়েছে, ওই চিনে মহিলা ভারতের বিভিন্ন অংশে বাস করতেন ৷ এখন তিনি গয়ায় পৌঁছেছেন ৷ গয়ার পুলিশ আধিকারিক হরপ্রীত কৌর বলেন, "সন্দেহভাজন ওই চিনে মহিলা গুপ্তচরকে এখনও শনাক্ত করা যায়নি ৷ তাঁকে দ্রুত ধরতে তাঁর স্কেচ করে তা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর আগের জীবন সম্পর্কে কিছু জানা যায়নি৷ তবে গত দু'বছর ধরে তিনি ভারতে রয়েছেন ৷"