নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি:রবাবার দুবাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর (Pervez Musharraf passes away) ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাজনীতিবিদরাও ৷ অ্যামিলয়ডোসিস নামে একটি বিরল রোগে ভুগছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট (former Pakistan President Pervez Musharraf) ৷
কংগ্রেস সাংসদ শশী থারুর মুশারফের মৃত্যুতে টুইট করেছেন ৷ টুইটবার্তায় তিনি লিখেছেন,"পারভেজ মুশারফ একদা অদম্য ভারত প্রতিপক্ষ ছিলেন, পরে তিনি 2002-2007 সালের মধ্যে শান্তি স্থাপনে সচেষ্ট হন ৷ সেসময়ে আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করি ৷ তিনি একজন আকর্ষক, কৌশলগত দিক থেকে পরিষ্কার চিন্তা সম্পন্ন ব্যক্তি ছিলেন ৷ "
আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশারফ
1943 সালের 11 অগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন পারভেজ মুশারফ ৷ পরে তাঁর পরিবার পাকিস্তানের করাচিতে চলে যায় ৷ 1964 সালে তিনি যোগ দেন পাক সামরিক বাহিনীতে ৷ 1965 ও 1971 এর ভারত-পাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি ৷ 1998 সালে মুশারফ পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল পদে আসীন হন ৷ চিফ অফ আর্মি স্টাফের দায়িত্ব পান তিনি (Pervez Musharraf Died in Dubai) ৷
1999 সালে পারভেজ মুশারফের নির্দেশেই পাকিস্তানে জারি হয় মার্শাল ল ৷ সামরিক অভ্যুথ্থান ঘটে ভারতের এই প্রতিবেশী দেশে ৷ তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরিয়ে তিনি দেশের শাসনভার হাতে নেন ৷ 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত পারভেজ মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ 2013 সালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে ৷ অভিযোগ ওঠে, 2007 সালে তিনি অসাংবিধানিকভাবে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ৷ 6 বছর ধরে মামলা চলার পর 2019 সালে তাঁকে ফাঁসির সাজা দেয় একটি পাক আদালত ৷ পরে অবশ্য তা খারিজ হয়ে যায় লাহোর হাইকোর্টে ৷ 1999 সালের ভারত-পাক কার্গিল যুদ্ধের অন্যতম নেপথ্য মাথা বলে মনে করা হয় মুশারফকে ৷