ওয়াশিংটন, 6 অক্টোবর:আবারও ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া খুন মার্কিন মুলুকে ৷ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে ছাত্রাবাসে খুন হলেন পারডু বিশ্ববিদ্যালয়ের (Purdue University) ডেটা সায়েন্সের ছাত্র বরুণ মণীশ ছেডা (Indian Origin Student Killed in US) ৷ বিশ্ববিদ্যালয়েরই পশ্চিম প্রান্তে ছাত্রাবাসের অডিটোরিয়াম থেকে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় ৷ ঘটনায় অভিযুক্ত ভারতীয় পড়ুয়ার কোরিয়ান রুমমেটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে (Roommate of the victim held) ৷
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট ধারালো কিছু দিয়ে বারংবার আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে মৃত বছর কুড়ির পড়ুয়ার শরীরে (Preliminary autopsy results Chheda died of multiple sharp force traumatic injuries) ৷ আর তা থেকেই চিকিৎসকেরা নিশ্চিত খুন করা হয়েছে তাঁকে ৷ ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, পারডু বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান লেসলি উইট-এর কথায় অচৈতন্য অবস্থার অতর্কিতে হামলা করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভুত পড়ুয়ার উপর ৷