লন্ডন, 4 জানুয়ারি:লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে হস্তমৈথুনের সাজা পেল ভারতীয় বংশোদ্ভূত ৷ 43 বছরের মুকেশ শাহকে ন'মাস হাজতবাসের সাজা শোনাল বিলেতের এক আদালত ৷ লন্ডন মেট্রোর একটি ট্রেনে এক মহিলার সামনে হস্তমৈথুন করায় দোষী সাব্যস্ত হয় ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, মুকেশ উত্তর লন্ডনের ওয়েম্বলির বাসিন্দা ৷ 2022 সালের 4 নভেম্বর লন্ডন মেট্রোয় (আন্ডারগ্রাউন্ড রেল) সওয়ারি ওই ভারতীয় বংশোদ্ভূত অসংযত আচরণের জন্য লন্ডন ইনার ক্রাউন আদালতে দোষী সাব্যস্ত হয় ৷
রেলের কামরায় উপস্থিত ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলাটি এগোতে থাকে ৷ ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তদন্তকারী অফিসার ভারতীয় বংশোদ্ভূতের সাজা প্রসঙ্গে বলেছেন, "ঘটনার শিকার ওই মহিলার জন্য বিষয়টি যেমন ভয়ের তেমনি হতাশার ৷ তবে দোষীকে সামনে আনার জন্য আমরা তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাই ৷"
তদন্তকারী অফিসার জানিয়েছেন, ঘটনার দিন টিউব রেলটিতে মহিলা একাই ছিলেন ৷ ট্রেনটি সাডবেরি স্টেশন থেকে অ্যাকটন টাউন স্টেশনের দিকে যাচ্ছিল ৷ সে সময় মাঝের কোনও একটি স্টেশন থেকে ট্রেনটিতে চড়ে অভিযুক্ত ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের জঘন্য কীর্তি ক্যামেরাবন্দি করে পুলিশ অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷