লন্ডন, 18 জুন:লন্ডনে ফের এক ভারতীয়কে হত্যা ৷ কেরলের বাসিন্দা 38 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে শুক্রবার দক্ষিণ লন্ডনে কুপিয়ে খুন করা হয়েছে । মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউদাম্পটন ওয়েতে একটি আবাসিক সম্পত্তির বাইরে অরবিন্দ শশীকুমার নামে ওই ব্যক্তির বুকে ছুরি দিয়ে কোপানো হয় । এই নিয়ে ব্রিটেনে গত তিন দিনে ছুরি নিয়ে হামলা চালিয়ে খুন করা হল তিনজন ভারতীয়কে ৷ এর আগে এক ব্রিটিশ-ভারতীয় কিশোরী এবং হায়দরাবাদের একটি ছাত্রীকে কুপিয়ে খুন করা হয়েছে ৷
শশীকুমারকে খুনের ঘটনায় তদন্তকারী গোয়েন্দারা তাঁর রুমমেট সলমন সেলিমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন । মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, সেলিমের (25) সঙ্গে ঝগড়া হওয়ায় তার জেরেই শশীকুমারের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয় ৷ অভিযুক্তকে গ্রেফতার করার পর ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং 20 জুন তাঁকে ওল্ড বেইলিতে হাজির করার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে যে, 16 জুন 01:27-এ সাউদাম্পটন ওয়েতে একটি আবাসিক ঠিকানার বাইরে একজনকে ছুরিকাঘাতে জখম অবস্থায় পাওয়া যায় ৷ অফিসাররা লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস-সহ সেখানে গিয়ে উপস্থিত হন । জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শশীকুমারকে বাঁচানো যায়নি ৷