সিঙ্গাপুর, 2 সেপ্টেম্বর: সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ৷ সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অর্থনীতিবিদ থরমান শানমুগারত্নম ৷ আগামী 6 বছর তিনি এই পদে থাকবেন ৷ 70 শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচনে জিতেছেন তিনি ৷ বিদায়ী রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকবের মেয়াদ শেষ হচ্ছে 13 সেপ্টেম্বর ৷ 66 বছর বয়সি থরমান বলেন, "এটা আমার সৌভাগ্য ৷ দশকের পর দশক ধরে জাতীয় নীতিগুলি নিয়ে সমাজের বিভিন্ন স্তরে কাজ করেছি ৷ এবার সিঙ্গাপুরের পতাকাকে আন্তর্জাতিক স্তরে আরও উঁচুতে নিয়ে যেতে চাইব ৷" তিনি একদিকে অর্থনীতিবিদ, অন্যদিকে কবি ও খেলোয়াড় ৷
সিঙ্গাপুরের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "আপনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ আমার আন্তরিক শুভেচ্ছা রইল ৷ ভারত-সিঙ্গাপুরের মধ্যে কৌশলী সম্পর্ক আরও শক্তিশালী হোক ৷ আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি ৷"
1957 সালের 25 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তামিল পরিবারের জন্মগ্রহণ করেন থরমান শানমুগারত্নম ৷ তাঁর পরিবার উনবিংশ শতক থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে সিঙ্গাপুরে রয়েছে ৷ থরমানের বাবা কে শানমুগারত্নম এমিরেটস প্রফেসর এবং ক্যানসার গবেষণার সঙ্গে যুক্ত বিশিষ্ট বিজ্ঞানী ৷ সিঙ্গাপুরে তিনি 'প্যাথলজির জনক' হিসেবে বিখ্যাত ৷ সিঙ্গাপুর ক্যানসার রেজিস্ট্রির প্রতিষ্ঠা করেছেন কে অধ্যাপক শানমুগারত্নম ৷