খারতুম (সুদান), 16 এপ্রিল: উত্তপ্ত সুদান ৷ শনিবার রাতে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের ৷ এদিনই সুদানে ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের সতর্ক করা হয়েছিল ৷ রবিবার ঘটনাটি নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস ৷ ওই ব্যক্তির নাম অ্যালবার্ট অগেস্টিন ৷ তিনি চাকরি সূত্রে সুদানে ছিলেন ৷ বর্তমানে দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে ৷
রবিবার ভারতীয় দূতাবাস টুইট করে জানায়, "ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগেস্টিন সুদানে ডাল গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ গতকাল গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ পরবর্তী বন্দোবস্ত করছে ভারত সরকার ৷" এর আগে শনিবার, সুদানের অশান্ত পরিস্থিতি নিয়ে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি টুইট করে ভারতীয় দূতাবাস ৷ তাতে জানানো হয়, ভারতীয়রা যেন যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করেন ৷
আফ্রিকার এই দেশটিতে আধাসামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে ঝামেলা বেধেছে ৷ এর ফলে রাজধানী খারতুমের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, গুলি চলছে ৷ এই পরিস্থিতিতে ভারতীয়রা যেন বাড়ির মধ্যে থাকে ৷ খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরতে নিষেধ করা হয়েছে ৷ এর সঙ্গে টুইটে জানানো হয়েছে, "আপনারা শান্ত থাকুন এবং পরের আপডেটের জন্য অপেক্ষা করুন ৷"