পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Drowned in Canada: কানাডা থেকে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা ! নদীতে ডুবে মৃত ভারতীয়-সহ 8 - Indian Drowned in Canada

কানাডা থেকে আমেরিকা যাচ্ছিলেন একদল অভিবাসী ৷ কানাডায় সেন্ট লরেন্স নদী দিয়ে কোনওভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করাই তাঁদের উদ্দেশ্য ছিল ৷ কিন্তু নদীতে নৌকাডুবি হয় ৷ মারা যান ভারতীয় ও রোমানিয়ার নাগরিকরা ৷

Canada
কানাডা

By

Published : Apr 1, 2023, 7:45 AM IST

Updated : Apr 1, 2023, 8:04 AM IST

টরেন্টো, 1 এপ্রিল: নদীপথে আমেরিকায় ঢুকতে গিয়ে ডুবে মৃত্যু হল 8 জনের ৷ তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় নাগরিকও ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, সেন্ট লরেন্স নদী দিয়ে কানাডা থেকে অবৈধ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছিলেন কয়েকজন ৷ বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত এই জলাভূমি থেকে 6টি দেহ উদ্ধার করে কানাডার পুলিশ ৷ শুক্রবার আরও 2 জনের দেহ উদ্ধার হয় ৷

এক পুলিশ আধিকারিক জানান, ওই নৌকার চালক কেসি ওয়াক্সের (30) খোঁজ করছে পুলিশ ৷ মৃতদেহগুলির পাশেই নৌকাটিকে পাওয়া যায় ৷ বুধবার তিনি ওই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন ৷ সেদিন রাতে আবহাওয়া ভালো ছিল না ৷ তিনি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন, সেই ব্যাপারে কোনও খবর পায়নি পুলিশ ৷ আসলে ওয়াক্সের খোঁজেই বেরিয়েছিল পুলিশ ৷ বৃহস্পতিবার থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না ৷ বুধবার রাত সাড়ে 9টা নাগাদ শেষবার তাঁকে দেখা গিয়েছিল ৷ কেসি ওয়াক্স একটি ছোট্ট নৌকা নিয়ে সেন্ট লরেন্স নদীতে বেরিয়েছিলেন ৷

এখনও তল্লাশি অভিযান চলছে ৷ শুক্রবার এক পুলিশ আধিকারিক সাংবাদিকদের বলেন, "মৃতরা দু'টি পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে ৷ একটি রোমানিয়ার এবং আরেকটি ভারতের ৷ পুলিশের অনুমান, রোমানিয়ার পরিবারের একটি শিশুও রয়েছে ৷ কিন্তু তার সন্ধান এখনও পাওয়া যায়নি ৷ তাই তার সন্ধান চালাচ্ছে পুলিশ ৷" তিনি আরও জানান, এরা সবাই কানাডা থেকে অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছিল ৷ একটি শিশুর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তার কাছ থেকে কানাডার পাসপোর্ট পাওয়া গিয়েছে এবং সে রোমানিয়া পরিবারের সদস্য ৷ এক প্রাপ্তবয়স্ক ভারতীয় মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন, "এই দু'টি পরিবার নিয়ে অনেক প্রশ্ন উঠছে ৷ যার উত্তর জানা অবশ্যই প্রয়োজন ৷ এটা একটা হৃদয়বিদারক ঘটনা ৷ বিশেষত এই সদস্যদের মধ্যে একজন শিশু রয়েছে ৷ ঘটনায় যাঁরা স্বজনদের হারালেন তাঁদের জন্য আমরা দুঃখিত। তাঁদের নিয়ে দুশ্চিন্তায় আছি ৷"

আরও পড়ুন: আমেরিকা-কানাডা সীমান্তে মৃত গুজরাটের পরিবার, নেপথ্যে কি মানব পাচার চক্র ?

Last Updated : Apr 1, 2023, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details