অটোয়া, 28 নভেম্বর: ভারতে জঙ্গি হিসেবে ঘোষিত হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ কানাডার কাছে চায় নয়াদিল্লি ৷ সেই প্রমাণ পেলেই এই হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় সহায়তা করতে পারবে ভারত ৷ কানাডায় নিযুক্ত ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মা এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারত কোনোভাবেই কানাডার সঙ্গে দূরত্ব তৈরি করতে চায় না ৷ বরং নয়াদিল্লি অটোয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির পক্ষপাতি ৷ তাই তাঁর অনুরোধ, কানাডা যেন ভারতে তাদের ব্যবসায়িক প্রতিনিধি পাঠায় ৷
সম্প্রতি ট্যাগ টিভি টরোন্টোর কানাডিয়ান সাংবাদিক তাহির গোরাকে এক সাক্ষাৎকার দিয়েছেন ভারতের হাই কমিশনার ৷ সেখানে তাঁকে নিজ্জর হত্যা নিয়ে প্রশ্ন করা হয় ৷ জানতে চাওয়া হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ করেছেন, তা নিয়ে ভারত কী ভাবছে ? উত্তরে সঞ্জয় কুমার বর্মা বলেন, "আমরা সব সময় বলেছি যে ভারত কানাডিয়ান বন্ধুদের তরফ থেকে দেওয়া যেকোনও নির্দিষ্ট ও প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখতে এবং দুই দেশের পক্ষে আইনত ও যুক্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ৷"
তিনি আরও বলেন, "ভারত শুধুমাত্র সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য চাইছে, যাতে আমরা আপনাদের সাহায্য করতে পারি । আমরা কানাডিয়ান তদন্তকারীদের তাঁদের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পারি, যাতে তাঁদের পক্ষে আইনি পদক্ষেপ করা সম্ভব হয়...আমি এই নিয়ে আমার কানাডিয়ান বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করব । আমি তাঁদের আশ্বস্ত করতে পারি যে আমরা অবশ্যই এই বিষয়ে নজর দেব ।"
ভারতীয় হাইকমিশনার জানান, এই বিষয়টি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ তিনি ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের ঐতিহাসিক গুরুত্বের কথাও উল্লেখ করেছেন ৷ কানাডায় অনেকে যে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তাও উল্লেখ করেছেন সঞ্জয় বর্মা ৷ তাঁর দাবি, ইতিমধ্যে অনেকে ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে কানাডার অনেক নেতাই মন্তব্য করেছেন ৷