রাষ্ট্রসংঘ, 23 ডিসেম্বর: 2021-22 বর্ষের মধ্যে এমন সময়ও এসেছে, যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) অস্থায়ী সদস্য ভারতকে একা দাঁড়াতে হয়েছে (had to stand alone) ৷ কিন্তু, তারপরও ভারত তার আদর্শ এবং বিশ্বাসের পথ থেকে বিচ্যূত হয়নি ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে একথা বললেন নয়াদিল্লির প্রতিনিধি রুচিরা কম্বোজ (Ruchira Kamboj) ৷ উল্লেখ্য, দু'বছরের জন্য (2021-22) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যপদ পেয়েছে ভারত ৷ এই সময়সীমার মধ্যেই দু'বার নিরাপত্তা পরিষদের মাসিক সম্মেলনের সভাপতিত্ব অর্জন করেছে নয়াদিল্লি ৷ দ্বিতীয় দফায় গত 1 ডিসেম্বর এই দায়িত্ব ভারতের ঝুলিতে এসেছে ৷ প্রসঙ্গত, সংশ্লিষ্ট দেশগুলি পর্যায়ক্রমে দফায় দফায় এই দায়িত্ব পায় ৷ ডিসেম্বরের সম্মেলনের সমাপ্তি ভাষণে ভারত সম্পর্কে সংশ্লিষ্ট মন্তব্যটি করেন রুচিরা ৷
এর আগে 2021 সালের অগস্ট মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাসিক সম্মেলনের সভাপতিত্ব অর্জন করেছিল ভারত ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য হিসাবে নিযুক্ত রয়েছেন রুচিরা ৷ এছাড়াও, রাষ্ট্রসংঘের 15 সদস্যের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, পদাধিকার বলে চলতি ডিসেম্বর মাসের জন্য সেই পরিষদের সভানেত্রীও (President) হলেন তিনি ৷ রুচিরা বলেন, "গত দু'বছর ধরে আমরা শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির পক্ষে সওয়াল করেছি ৷ সন্ত্রাসবাদের মতো যেসমস্ত বিষয় সমগ্র মানবজাতির শত্রু, তার বিরুদ্ধে সুর চড়াতে কখনও দ্বিধা করিনি আমরা ৷"