পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Embassy in Ukraine: ইউক্রেন ছেড়ে ভারতীয়রা দেশে ফিরুন, সতর্কবার্তা দূতাবাসের - Ukraine blackout

30 সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চল দখল করার কথা জানান পুতিন ৷ 19 অক্টোবর সেই অধিকৃত অঞ্চলে 'মার্শাল ল' জারি করেছে রাশিয়া ৷ এই অবস্থায় ভারতীয়দের দেশে ফিরতে অনুরোধ করল কেন্দ্র (Indian Embassy advices Indians to come back) ৷

Ukraine India News
ETV Bharat

By

Published : Oct 20, 2022, 8:48 AM IST

নয়াদিল্লি/কিভ, 20 অক্টোবর: ভারতীয় নাগরিকদের ইউক্রেন থেকে অবিলম্বে দেশে ফিরে আসার কথা জানাল দেশের বিদেশ মন্ত্রক ৷ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছিলেন ৷ সেই অভিযান এখন যুদ্ধে পরিণত হয়েছে ৷ 30 সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চল- ডনেতস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খারসন (Donetsk, Luhansk, Zaporizhia and Kherson annexing) দখলের কথা ঘোষণা করে রাশিয়া ৷ বুধবার অধিকৃত এই অঞ্চলগুলিতে 'মার্শাল ল' (martial law) জারি করার কথা জানিয়েছেন স্বয়ং ভ্লাদিমির পুতিন ৷

এই উদ্বেগজনক পরিস্থিতিতে ইউক্রেনে থাকা দেশবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস (Indian Embassy in Ukraine) ৷ তাতে সতর্ক করা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে ৷ সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে ৷ তাই ভারতীয়রা যেন ইউক্রেনে না যান ৷ আর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়া ও অন্যরাও যত দ্রুত সম্ভব যে কোনও ভাবে ভারতে ফিরে আসুন ৷

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইউক্রেন ইস্যুতে কাশ্মীর টানল পাকিস্তান, পড়শিকে তুলোধনা ভারতের

এর আগে 10 অক্টোবরও ভারতীয় দূতাবাস একইরকম বিজ্ঞপ্তি টুইট করেছিল ৷ সেখানে বলা হয়েছিল খুব প্রয়োজন না হলে ভারতীয়রা যেন ইউক্রেনে যাওয়া থেকে বিরত থাকেন ৷ যে কোনও প্রয়োজনে ভারতীয়রা ইউক্রেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন, বার্তা দিয়েছিল ভারত ৷ এমনকী রাশিয়ার আক্রমণে ইউক্রেনের শক্তি উৎপাদন ক্ষমতার যথেষ্ট ক্ষতি হয়েছে, কমপক্ষে 40 শতাংশ কম শক্তি উৎপাদন সম্ভব ৷ তাই এখন দেশজুড়ে অনেকটা সময় ব্ল্যাকআউট থাকবে বলে জানিয়েছে ইউক্রেনের সংশ্লিষ্ট দফতর ৷

ABOUT THE AUTHOR

...view details