পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia and Ukraine conflict: অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়তে বলল দূতাবাস

দিন সাতেকের ব্যবধানে আবারও ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার কথা বলা হল । কিভে ভারতীয় দূতাবাস থেকে মঙ্গলবার এক টুইটে বলা হয়েছে, সমস্ত ভারতীয়দের অবিলম্বে ইউক্রেন ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত (Indian embassy asked Indians to leave Ukraine immediately ) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 26, 2022, 8:04 AM IST

কিভ, 26 অক্টোবর: দিন সাতেকের ব্যবধানে আবারও ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার কথা বলা হল । কিভে ভারতীয় দূতাবাস থেকে মঙ্গলবার এক টুইটে বলা হয়েছে, সমস্ত ভারতীয়দের অবিলম্বে ইউক্রেন ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত । দূতাবাস জানিয়েছে ইতিমধ্যেই অনেক ভারতীয় ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন । বাকিদেরও দ্রুত যেভাবে হোক ইউক্রেন ছাড়তে হবে (Indian embassy asked Indians to leave Ukraine immediately) । পাশাপাশি অন্যত্র যাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের যদি কোনও প্রয়োজন হয় তাহলে কোথায় যোগাযোগ করতে হবে সেই হদিশও দেওয়া হয়েছে ।

এর ঠিক দিন সাতেক আগে ভারতীয়দের অবিলম্বে দেশে ফিরে আসার কথা বলেছিল বিদেশ মন্ত্রক ৷ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছিলেন ৷ সেই অভিযান যুদ্ধে পরিণত হয়েছে ৷ 30 সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চল- ডনেতস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খারসন দখলের কথা ঘোষণা করে রাশিয়া ৷ বুধবার অধিকৃত এই অঞ্চলগুলিতে 'মার্শাল ল' (Martial Law) জারি করার কথা জানিয়েছেন স্বয়ং ভ্লাদিমির পুতিন ৷

এই উদ্বেগজনক পরিস্থিতিতে ইউক্রেনে থাকা দেশবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস (Indian Embassy in Ukraine) ৷ গত কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এবার আবারও দূতাবাস থেকে অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়তে বলা হল ।

আরও পড়ুন: ইউক্রেন ছেড়ে ভারতীয়রা দেশে ফিরুন, সতর্কবার্তা দূতাবাসের

ABOUT THE AUTHOR

...view details