মুম্বই, 4 এপ্রিল: 'নাতু-নাতু'র সাফল্যের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই ৷ বিশেষত, অস্কার জেতার পর এর জনপ্রিয়তা আরও বেড়েছে ৷ আর এবার সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারীরা সেখানকার ভারতীয় দূতাবাসে 'নাতু-নাতু'র ছন্দে পা মেলালেন ৷ নিজেদের নাচের স্কিল দেখালেন সেখানে ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সোশাল মিডিয়ায় সেই পোস্ট করা হয়েছে ৷
সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসের তরফে সোমবার একটি টুইট করা হয়েছে ৷ সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিকদের 16 এপ্রিলের আগে 'আরআরআর' সিনেমার 'নাতু-নাতু' গানে নাচের গ্রুপ ভিডিয়ো পোস্ট করতে বলা হয়েছে ৷ তবে, সেখানে তিনটি জিনিস করা অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়েছে ৷ প্রথমত, 16 এপ্রিলের আগে নাচের সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে ৷ ভিডিয়ো 30 সেকেন্ডের হতে হবে ৷ দ্বিতীয়ত, টুইটারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে দূতাবাসের ইনস্টা অ্যাকাউন্টে সেটিকে শেয়ার করতে হবে ও সেই সঙ্গে ফলো করতে হবে নাগরিকদের ৷ আর তৃতীয় পয়েন্টে উল্লেখ করা হয়েছে, বিজেতা সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসে সরাসরি পারফর্ম করতে পারবে ৷