পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Naatu Naatu Craze in UAE: নাতু-নাতু’র তালে মেতে উঠল আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাস - Indian Embassy in UAE

সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসে নাতু-নাতুর রেশ এখনও বজায় রয়েছে ৷ এবার সেখানকার নাগরিকদের সোশাল মিডিয়ায় অস্কারজয়ী গানের ভিডিয়ো পোস্ট করতে বলল ভারতীয় দূতাবাস ৷

Naatu Naatu Craze in UAE ETV BHARAT
Naatu Naatu Craze in UAE

By

Published : Apr 4, 2023, 1:20 PM IST

মুম্বই, 4 এপ্রিল: 'নাতু-নাতু'র সাফল্যের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই ৷ বিশেষত, অস্কার জেতার পর এর জনপ্রিয়তা আরও বেড়েছে ৷ আর এবার সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারীরা সেখানকার ভারতীয় দূতাবাসে 'নাতু-নাতু'র ছন্দে পা মেলালেন ৷ নিজেদের নাচের স্কিল দেখালেন সেখানে ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সোশাল মিডিয়ায় সেই পোস্ট করা হয়েছে ৷

সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসের তরফে সোমবার একটি টুইট করা হয়েছে ৷ সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিকদের 16 এপ্রিলের আগে 'আরআরআর' সিনেমার 'নাতু-নাতু' গানে নাচের গ্রুপ ভিডিয়ো পোস্ট করতে বলা হয়েছে ৷ তবে, সেখানে তিনটি জিনিস করা অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়েছে ৷ প্রথমত, 16 এপ্রিলের আগে নাচের সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে ৷ ভিডিয়ো 30 সেকেন্ডের হতে হবে ৷ দ্বিতীয়ত, টুইটারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে দূতাবাসের ইনস্টা অ্যাকাউন্টে সেটিকে শেয়ার করতে হবে ও সেই সঙ্গে ফলো করতে হবে নাগরিকদের ৷ আর তৃতীয় পয়েন্টে উল্লেখ করা হয়েছে, বিজেতা সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসে সরাসরি পারফর্ম করতে পারবে ৷

উল্লেখ্য, অস্কারের আগেও 'নাতু-নাতু' গ্লোবাল স্টেজে সাফল্য অর্জন করেছিল ৷ গত জানুয়ারি মাসে 'নাতু-নাতু' সেরা অরিজিনাল ক্যাটাগরিতে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার জেতে ৷ এর বাইরে আরআরআর সিনেমা আরও দু’টি পুরস্কার জিতেছিল জানুয়ারি মাসে ৷ যার মধ্যে একটি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা গান এবং বিদেশি ভাষায় সেরা অরিজিনাল সিনেমার পুরস্কার জেতে ‘আরআরআর’ ৷ এমনকি অস্কারের মঞ্চেও এই গানে পারফর্ম্যান্স করেছিলেন ভারতীয় শিল্পীরা ৷ সেখানে ‘আরআরআর’ সিনেমার নাম মঞ্চে ঘোষণার জন্য বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷

আরও পড়ুন:নাতু নাতু-কে অস্কার জিততেই হত, প্রতিক্রিয়া সঙ্গীত পরিচালক কীরাবাণীর

অস্কারের মঞ্চে পুরস্কার নিতে উঠে আবেগে ভেসেছিলেন সঙ্গীত পরিচালক এমএম কিরাবাণী ৷ জানিয়েছিলেন, এই গানটি তাঁর অনেক পরিশ্রমের ফল ৷ আর তাই সেই গানকে অস্কার জিততেই হত ৷

ABOUT THE AUTHOR

...view details