সন্ত্রাসে মদত নিয়ে পাকিস্তানের মন্ত্রীকেই প্রশ্ন করুন, পাক-সাংবাদিককে কড়াবার্তা জয়শঙ্করের নয়াদিল্লি, 16 ডিসেম্বর: দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ (Terrorism) নিয়ে একটি প্রশ্নের প্রেক্ষিতে পাকিস্তানি সংবাদমাধ্যমকে (Pakistani Media) কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ পাকিস্তানের এক সাংবাদিকই ওই প্রশ্ন করেছিলেন ৷ নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কড়া বার্তা দিয়েছেন ৷
নয়াদিল্লি, কাবুল এবং পাকিস্তান (Pakistan) থেকে দক্ষিণ এশিয়া কতদিন সন্ত্রাসবাদ দেখবে, কতদিন তারা যুদ্ধে থাকবে, এমন একটি প্রশ্ন করা হয় জয়শঙ্করকে ৷ জবাবে তিনি বলেন, "আপনি ভুল মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন । পাকিস্তানের মন্ত্রীই আপনাকে বলবেন যে পাকিস্তান কতদিন সন্ত্রাসবাদ মদত দেওয়া চালিয়ে যাবে ৷’’
এখানেই না থেমে তিনি আরও দাবি করেন, বিশ্বের অন্য দেশগুলি বোকা নয় । বিশ্বের অন্য দেশগুলি ভুলে যায় না ৷ বরং সন্ত্রাসবাদ দমনে বারবার সরব হয়েছে ৷ বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তি, যাঁরা সন্ত্রাসবাদের মদতদাতা, তাঁদের বার্তা দেওয়া হয়েছে৷ তার পরও বিতর্ককে অন্য দিকে নিয়ে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে ৷
ভারতের সভাপতিত্বে এবার রাষ্ট্রসঙ্ঘের (United Nations) নিরাপত্তা পরিষদে আয়োজিত হয়েছে ‘বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা: সমস্যা ও আগামীর পদক্ষেপ’ সংক্রান্ত অধিবেশন ৷ যেখানে পরিচালনার দায়িত্বে ছিলেন স্বয়ং জয়শঙ্কর ৷ এই অধিবেশনের মাঝেই বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তার উপর জয়শঙ্কর উল্লেখ করেছেন যে সারা বিশ্ব পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবেই দেখে৷ করোনা অতিমারী (Covid Pandemic) পর্বের সংকট দু’বছর ধরে সামলানোর পরও আন্তার্জাতিক ক্ষেত্র বিষয়টি ভোলেনি ৷
লাহোর বিস্ফোরণের সঙ্গে ভারতকে যুক্ত করার জন্য পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারকে আক্রমণ করেছেন জয়শঙ্কর ৷ বলেছেন, "আমি জানি আমরা আড়াই বছর কোভিডের (Covid-19) মধ্যে ছিলাম এবং এর ফলে আমাদের অনেকের ভাবনাচিন্তায় ধোঁয়াশা আসতে পারে ৷ কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি যে সারা বিশ্ব ভুলে যায়নি কোথা থেকে সন্ত্রাসবাদের উৎপত্তি হয়, যারা এই অঞ্চলে এবং এই অঞ্চলের বাইরে অনেক কর্মকাণ্ডে তাদের পরিচয় দিয়েছে ।"
তিনি মন্ত্রী হিনা রব্বানিকে হিলারি ক্লিনটনের পরামর্শের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ৷ যেখানে হিলারি বলেছিলেন 'আপনার বাড়ির উঠোনের সাপ শুধু প্রতিবেশীদেরই কামড়াবে না' । একই সঙ্গে জয়শঙ্করের কটাক্ষ, পাকিস্তান ভালো পরামর্শ নিতে পারে না ৷ তাই তিনি বলেন, "সুতরাং, আমি বলব যে তারা নতুন কিছু কল্পনায় করার আগে তাদের সেটা মনে করিয়ে দেওয়া উচিত ৷’’
আরও পড়ুন:'লাদেনকে আশ্রয়, সংসদে হামলা'র ঘটনা মনে করিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশমন্ত্রীর