আহমেদাবাদ, 7 মার্চ:কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ সোমবার আরব সাগরে ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করে ইন্ডিয়ান কোস্ট গার্ড বা আইসিজি ৷ তাতে 5 জন কর্মী ছিলেন ৷ নৌকাটি থেকে প্রায় 61 কিলোগ্রাম মাদক দ্রব্য উদ্ধার হয় ৷ যার বাজার মূল্য আনুমানিক 425 কোটি টাকা ৷ অ্যান্টি টেরর স্কোয়াড বা এটিএস সূত্রে উপকূলরক্ষী বাহিনীর কাছে খবর আসে ৷ সেই অনুযায়ী গুজরাতের কাছে আরব সাগরে যৌথ তল্লাশি অভিযান চালায় তারা ৷ বাজেয়াপ্ত করা হয় ইরানের নৌকাটিকে (Indian Coast Guard and ATS joint operation apprehended Iranian boat with drugs in Arab Sea) ৷
ডিফেন্স উইং টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে ৷ তাতে জানানো হয়েছে, "গুজরাতের এটিএসের কাছ থেকে খবর পেয়ে ইন্ডিয়ান কোস্ট গার্ড ইরানের নৌকাটিকে বাজেয়াপ্ত করেছে ৷ তাতে 5 জন কর্মী ছিলেন ৷ ভারতীয় জলসীমার মধ্যে সেটি ঘুরে বেড়াচ্ছিল ৷ নৌকাটিতে 61 কেজি হেরোইন ছিল ৷ যার বাজারমূল্য 425 কোটি টাকা ৷"
তদন্তের জন্য কর্মী সমেত নৌকাটিকে ওখায় আনা হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দু'টি ফাস্ট প্যাট্রল জাহাজ মোতায়েন করে ৷ আইসিজিএস মীরা বেন এবং অভীক- দু'টি জাহাজ আরব সাগরে নজরদারি চলছিল ৷ ডিফেন্স উইং একটি বিবৃতিতে জানায়, "রাতে ঘন অন্ধকারের মধ্যে ভারতীয় জলসীমার মধ্যে একটি নৌকাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ ওখা উপকূল থেকে তার দূরত্ব 340 কিমি (190 মাইল) ৷ আইসিজির জাহাজ সেটিকে সতর্ক করতেই নৌকাটি পালানোর চেষ্টা করে ৷"