পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Twitter Legal Head Fired: তথ্য পাচারের অভিযোগে বরখাস্ত টুইটার লিগাল হেড বিজয়া গাড্ডে

ভারতীয় বংশোদ্ভুত বিজয়া গাড্ডেকে টুইটারের লিগাল সেলের প্রধান পদ থেকে বরখাস্ত করা হল (Indian American Vijaya Gadde Fired by Elon Musk as Twitter Legal Head) ৷ অভিযোগ এক সাংবাদিকের সঙ্গে সংস্থার আভ্যন্তরীণ তথ্য ভাগ করে নিয়েছেন তিনি ৷

Indian American Vijaya Gadde Fired by Elon Musk as Twitter Legal Head
Indian American Vijaya Gadde Fired by Elon Musk as Twitter Legal Head

By

Published : Dec 4, 2022, 10:36 AM IST

নিউইয়র্ক, 4 ডিসেম্বর: টুইটারের আইনি সেলের প্রধানকে বরখাস্ত করলেন সংস্থার বর্তমান প্রধান এলন মাস্ক ৷ সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভুত বিজয়া গাড্ডেকে সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়া অভিযোগে বরখাস্ত করা হয়েছে (Indian American Vijaya Gadde Fired by Elon Musk as Twitter Legal Head) ৷ মূলত টুইটারের সেন্সরশিপ বিতর্কে লিগাল সেলের প্রধান বিজয়া গাড্ডের নাম উঠে এসেছে ৷ আর তার জেরেই নাকি, এই ভারতীয় বংশোদ্ভুতকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এলন মাস্ক ৷

অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের সোশাল মিডিয়া আউলেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন বিজয়া ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, হান্টারের সোশাল মিডিয়া আউলেট ব্লক করা নিয়ে গুরুত্বপূর্ণ ইমেল এবং সংস্থার আভ্যন্তরীন আলোচনা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে (Twitter Legal Head Leaked Information) ৷ গত শুক্রবার এই সংক্রান্ত একটি খবর প্রকাশ্যে নিয়ে আসেন সাংবাদিক ম্যাট তাইব্বি (Matt Taibbi) ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে একাধিক টুইটের মাধ্যমে এই সব তথ্য ফাঁস করেন ওই সাংবাদিক ৷

আরও পড়ুন:টুইটারে ফিরবেন ট্রাম্প, ঘোষণা মাস্কের

অভিযোগ, ওই মার্কিন সাংবাদিককে এই সব তথ্য পাচার করেছেন বিজয়া গাড্ডে ৷ ভারতীয় এই আমেরিকান টুইটারের লিগাল সেলের প্রধান হিসেবে মাসে 17 মিলিয়ন মার্কিন ডলার বেতন পেতেন ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য 1 কোটি 70 লক্ষ টাকা ৷ এই বিপুল পরিমাণ অংকের বেতনের চাকরিতে প্রতারণার অভিযোগ উঠেছে বিজয়া গাড্ডের বিরুদ্ধে ৷ প্রসঙ্গত, তাইব্বির ওই টুইটের সিরিজ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দলের রাজনীতিকরা টুইটার থেকে টুইট সেন্সর করতে পারেন ৷ যা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকের নেতারা ৷ সেই সঙ্গে টুইটার কর্তৃপক্ষও অস্বস্তিতে পড়েছে ৷ এরপরই এমন কড়া পদক্ষেপ করলেন ইলন মাস্ক ।

ABOUT THE AUTHOR

...view details