ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর: দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে মামলা করলেন এক ইন্দো-আমেরিকান ৷ অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং গৌতম আদানির বিরুদ্ধে ৷ এই মর্মে কলম্বিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট এই বিখ্যাত ভারতীয়-সহ অন্যদের সমনও পাঠিয়েছে (Indian-American doctor files lawsuit against PM Narendra Modi, AP CM YS Reddy, and Gautam Adani) ৷
মোদি, রেড্ডি এবং আদানির বিরুদ্ধে মামলা করেছেন রিচমণ্ড নিবাসী গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট ডাঃ লোকেশ ভুয়ুররু (Richmond-based gastroenterologist Dr Lokesh Vuyurru) ৷ এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াবও (Professor Klaus Schwab) রয়েছেন তালিকায় ৷ চিকিৎসকের অভিযোগ, নরেন্দ্র মোদি, জগন মোহন রেড্ডি, গৌতম আদানি এবং অন্যরা বিশাল অঙ্কের টাকা আমেরিকায় স্থানান্তরিত করেছেন ৷ বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করেছেন ৷ যদিও নিজের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নেই তাঁর কাছে ৷
আরও পড়ুন: পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি আদালত নিযুক্ত কমিটির