পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: প্যালেস্তাইনে ইজরায়েলি বসতির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত - প্যালেস্তাইনে ইজরায়েলি বসতি

Israel Hamas Conflict: প্যালেস্তাইনে ইজরায়েলি বসতির বিরুদ্ধে খসড়া প্রস্তাব তৈরি করেছে রাষ্ট্রসংঘ ৷ সেই খসড়ার পক্ষে ভারত-সহ ভোট দিল 145টিরও বেশি দেশ ৷

UN draft resolution
রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাব

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 10:00 AM IST

রাষ্ট্রসংঘ, 12 নভেম্বর:প্যালেস্তাইনে ইজরায়েলি বসতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘ যে খসড় প্রস্তাব তৈরি করেছে, তার পক্ষে ভোট দিল ভারত ৷ 145 টিরও বেশি দেশ রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷ এই খসড়া প্রস্তাব 'পূর্ব জেরুজালেম-সহ অধিকৃত প্যালেস্তাইনী অঞ্চল এবং দখলকৃত সিরিয়ার গোলানে' বিভিন্ন ধরনের বসতি স্থাপনের নিন্দা করেছে ।

প্যালেস্তাইন-সমর্থিত রাষ্ট্রসংঘের প্রস্তাব আগামী সপ্তাহের শুরুর দিকে নিরাপত্তা পরিষদে ভোটের জন্য পেশ করা হতে পারে ৷ এই প্রস্তাব ইজরায়েলি বসতি স্থাপনের সমস্ত কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি করবে, বসতি এবং ফাঁড়িগুলিকে সংযুক্ত করার ইজরায়েলি প্রচেষ্টারও নিন্দা করবে এবং সেগুলি অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানাবে।

তবে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে, যে প্রস্তাবটি খসড়া হিসাবে তৈরি করা হয়েছে তা সহায়ক হবে না ৷ তবে তারা এই নথিতে ভেটো দেবে নাকি এটি যাতে পাশ না হয়, তার চেষ্টা করবে, সে বিষয়টি স্পষ্ট করতে চায়নি আমেরিকা ৷ আলোচনা ব্যক্তিগত হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে কাউন্সিলের কূটনীতিকরা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি দুর্বল রাষ্ট্রপতির বিবৃতি দিয়ে প্রস্তাবটি প্রতিস্থাপন করতে চাইছিল, যা আইনত বাধ্যতামূলক হবে ।

ইজরায়েলের নতুন ডানপন্থী সরকার ওয়েস্ট ব্যাংকে নতুন বসতি নির্মাণের প্রতিশ্রুতি এবং প্যালেস্তাইনীরা যে ভবিষ্যত রাষ্ট্র চায়, সেই জমিগুলিতে নিজেদের কর্তৃত্ব প্রসারিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে খসড়া প্রস্তাবে ভোটদাবর দজলএট জন্য চাপ দেওয়া হয়েছে।

ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবটি 9 নভেম্বর বৃহস্পতিবার অনুমোদন করা হয়েছে । নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে 'পূর্ব জেরুজালেম এবং দখলকৃত সিরিয়ার গোলান-সহ অধিকৃত প্যালেস্তাইনী ভূখণ্ডে ইজরায়েলি বসতি স্থাপন' নামক প্রস্তাব ।

এর প্রতিক্রিয়ায়, তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে বলেছেন যে, তিনি খুব আনন্দিত যে ভারত প্রজাতন্ত্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং বসতি স্থাপনকারীদের মাধ্যমে প্যালেস্তাইনে ইজরায়েলের দখলদারি অবৈধ। (এজেন্সি ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ
  2. ইজরায়েলে হামাসের হামলা, জঙ্গিগোষ্ঠীর অস্ত্রসম্ভারের ভিডিয়ো প্রকাশ আইডিএফের

ABOUT THE AUTHOR

...view details