পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

MEA to Germany: জুবেরের বিষয়ে না-জেনেই মন্তব্য জার্মান মুখপাত্রের, জবাব অরিন্দম বাগচির - অল্ট নিউজর সহপ্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

ফ্যাক্টচেকার মহম্মদ জুবেরকে গ্রেফতার করা নিয়ে ভারতের সমালোচনা করেছেন জার্মানির বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷ অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিষয়টি ভারতের নিজস্ব এবং তা বিচারাধীন ৷ তাই কেউ কোনও মন্তব্য করতে পারে না, সাফ জবাব ভারতের অরিন্দম বাগচির (MEA to Germany) ৷

Germany remark over Zubair
মহম্মদ জুবের

By

Published : Jul 8, 2022, 9:29 AM IST

নয়াদিল্লি, 8 জুলাই: মহম্মদ জুবেরের গ্রেফতারি নিয়ে সরব জার্মান বিদেশ মন্ত্রক ৷ তবে বিষয়টি ভারতের আভ্যন্তরীণ, এতে যেন জার্মানি নাক না গলায়, সাফ জানিয়ে দিল ভারতের বিদেশমন্ত্রক ৷ অল্ট নিউজ-এর সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে বিতর্কিত টুইট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ শুক্রবারই তাঁর জামিনের শুনানি হওয়ার কথা ৷ এই পুরো ঘটনাটির উপর নজর রাখছে জার্মানের বিদেশ মন্ত্রক, জানিয়েছেন মুখপাত্র ৷ তাঁর মন্তব্যের জবাব দিয়ে সতর্ক করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (India responds to Germany Foreign Ministry remark on Zubair Arrest) ৷

বুধবার জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "স্বাধীনভাবে খবর প্রকাশ যে কোনও সমাজের জন্য উপকারী এবং তাতে বাধা দিলে তা দুশ্চিন্তার কারণ ৷ সাংবাদিকরা যা লিখছেন, বলছেন, তার জন্য তাঁদের শাস্তি এবং কারাদণ্ড দেওয়া উচিত নয় ৷ আমরা বিষয়টি নিয়ে চিন্তিত এবং নয়াদিল্লিতে আমাদের দূতাবাস এর উপর খেয়াল রাখছে ৷" তিনি আরও জানান, ভারত দুনিয়ার বৃহত্তম গণতন্ত্র ৷ এই দেশ মত এবং খবর প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেবে ৷ যে কেউ এই দেশ থেকে এটা আশা করে ৷

আরও পড়ুন: মিলছে প্রাণনাশের হুমকি ! জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে ফ্যাক্ট-চেকার জুবেইর

জার্মান মুখপাত্রের মন্তব্য নিয়ে অরিন্দম বাগচিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "এটা ভারতের সম্পূর্ণ নিজস্ব এবং বিচারাধীন বিষয় ৷ তাই আমি বা অন্য কেউ এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে পারি না ৷" তিনি ভারতের বিচারব্যবস্থা প্রসঙ্গে বলেন, "আমাদের বিচারব্যবস্থা মুক্ত এবং সবাই তা ভালো করে জানে ৷" জার্মানি মুখপাত্র সঠিক কিছু না-জেনেই এই কথা বলেছেন ৷ এ ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং এগুলি এড়িয়ে যাওয়াই ভালো, জানান অরিন্দম বাগচি ৷

মহম্মদ জুবের একজন ফ্যাক্ট চেকার ৷ 2018 সালে একটি টুইট করার জন্য তাঁকে গতমাসে গ্রেফতার করা হয় ৷ জার্মান সংবাদসংস্থার প্রধান সম্পাদক জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যটি তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন ৷

ABOUT THE AUTHOR

...view details