লন্ডন, 20 মার্চ: রবিবার লন্ডনে ভারতীয় হাই কমিশনের দফতরে চড়াও হন খালিস্তান সমর্থকরা (Khalistan Supporters)। পাথর ছু়ড়ে তারা জানালার কাঁচ ভেঙে দেয়, নামিয়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। এই অপমান রুখে খালিস্তানপন্থীদের কড়া জবাব দিয়ে আজ হাই কমিশনে ফের ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়।
খালিস্তান সমর্থনকারীর এই পতাকা নামিয়ে দেওয়ার ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা গিয়েছে, এক খালিস্তানি ভারতীয় হাইকমিশনের বারান্দায় উঠে ভারতীয় পতাকা নামানোর চেষ্টা করছেন। সেই সময় ভারতীয় হাই কমিশনের এক কর্মী এসে সেই তেরঙা তাঁর হাত থেকে ছিনিয়ে নেন। পরে সেই বিক্ষোভকারীর হাতে থাকা খালিস্তানি পতাকা ছুঁড়ে ফেলে দেন তিনি। আর এই ঘটনার পর বিশাল বড় এক তেরঙা টাঙানো হয়েছে হাইকমিশনের সামনে ৷
এই ঘটনার পরই অনেক নেটাগরিক সেদেশের ভারতীয় হাই কমিশনের কর্মীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল ভারতীয় হাই কমিশেনের সামনে তেরঙা দেওয়া ছবিটি টুইটে শেয়ার পরে লিখেছেন, "ভারতের জাতীয় পতাকার গরিমা সর্বদা অক্ষুণ্ণ থাকবে ৷ যে দুষ্কৃতকারীরা লন্ডনের হাই কমিশনে ভারতীয় পতাকার অসম্মান করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে সেদেশের সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে । পঞ্জাব এবং পঞ্জাবিদের জাতির সেবা এবং সুরক্ষা করার গৌরবময় ইতিহায় রয়েছে। লন্ডনে বসে থাকা মুষ্টিমেয় বিচ্ছিন্নতাবাদী পঞ্জাবের প্রতিনিধিত্ব করে না।"