ওয়াশিংটন, 9 মার্চ: ভারতের সঙ্গে পাকিস্তান ও চিন- দুই প্রতিবেশী তথা শত্রু দেশের সঙ্গে বিবাদ আরও বাড়তে পারে ৷ এমন আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ৷ এমনকী নরেন্দ্র মোদির সরকারের জমানায় ভারত-পাকিস্তান ও ভারত-চিন সংঘর্ষের সম্ভাবনা প্রবল ৷ পাকিস্তানের উসকানিতে ভারতের সেনাবাহিনী অতীতের থেকে বেশি জবাব দেবে মনে করছে খোদ মার্কিন গোয়েন্দারা (US Intelligence reports over conflict among India, Pakistan and China ) ৷
আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটি একটি বার্ষিক রিপোর্ট পেশ করে মার্কিন কংগ্রেসে ৷ সেখান থেকে এই তথ্য উঠে এসেছে ৷ রিপোর্টে জানানো হয়েছে, ভারত ও চিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে ৷ এই সমস্যা কিছুটা হলেও মিটেছে ৷ কিন্তু 2020 সালে দুই দেশের সীমান্ত সংঘাত এই দশকের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনা ৷ ভারত ও চিনের বিতর্কিত সীমান্ত এলাকায় সেনার সংখ্যা বাড়িয়েছে দু'দেশই ৷ এতে দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘর্ষের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ৷ শুধু দু'টি দেশই নয় এর মধ্যে সরাসরি জড়িয়ে পড়বে আমেরিকার জনগণ, তাদের স্বার্থ ৷ হয়তো আমেরিকাকে হস্তক্ষেপ করতে হবে ৷ এর আগে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি সংলগ্ন অঞ্চলে হওয়া স্থিতাবস্থা থেকে বোঝা যায় এখানে ছোটখাটো ঝামেলা লেগেই থাকে ৷ যা খুব সহজে বাড়তে পারে ৷