নয়াদিল্লি, 27 জানুয়ারি: সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Waters Treaty) নিয়ে এবার ইসলামাবাদকে (Pakistan) চিঠি পাঠাল নয়াদিল্লি (India) । এই চুক্তি বিষয়ে এই প্রথমবার পাকিস্তানের জবাব তলব করল ভারত । বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই চুক্তিতে সংশোধন চেয়ে চিঠি পাঠানো হয়েছে (India issues notice to Pakistan) ।
দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর 1960 সালে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে মধ্যস্থতায় পৌঁছয় দুই দেশ । এই চুক্তির স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক । যা বেশ কয়েকটি দেশের জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করেছিল (India issues notice to Pakistan seeking review and modification to Indus Waters Treaty) ।
যদিও সম্প্রতি পাকিস্তান অভিযোগ করে, কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে । 2016 সালে ওই অভিযোগ আনে পড়শি দেশ । প্রাথমিক ভাবে একটি নিরপেক্ষ দেশের পর্যবেক্ষণের দাবি তুলেছিল ইসলামাবাদ । যদিও তারপর আন্তর্জাতিক সালিশি আদালতে যায় তারা । এবার এই নিয়েই কুটনৈতিক চাল নয়াদিল্লির ।