নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সোমবার তুরস্কে ভূমিকম্পে প্রাণহানির জন্য শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ভারত এই ট্র্যাজেডি মোকাবিলায় তুরস্ককে সমস্ত সহায়তা দিতে প্রস্তুত । সোমবার ভোরে দক্ষিণ-পূর্ব তুরস্ক ও সিরিয়ায় (Syria) ভয়ঙ্কর ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8 ৷ উভয় দেশেই নিহত ও আহতের সংখ্যা বহু ৷ এই সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷
ভূমিকম্পের খবর পাওয়ার পর টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেই টুইটে তিনি মেনশন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে (Turkish President Recep Tayyip Erdogan) ৷ টুইটারে তিনি লিখেছেন, "তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে মর্মাহত । শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । ভারত তুরস্কের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ও এই ট্র্যাজেডি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ।"
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (External Affairs Minister S Jaishankar) ভূমিকম্পে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন । টুইটারে তিনি লিখেছেন, "তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে ব্যথিত । এই কঠিন সময়ে বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে আমাদের সমবেদনা ও সমর্থন জানিয়েছি ৷" টুইটটিতে তুরস্কের বিদেশমন্ত্রীর নাম লেখার সময় তাঁকে মেনশনও করেছেন জয়শঙ্কর ৷
ইতিমধ্যেই ভারতের তরফে তুরস্কে এনডিআরএফ-এর টিম, চিকিৎসক ও ত্রাণ সামগ্রীর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি কে মিশ্র এই নিয়ে সাউথ ব্লকে একটি বৈঠকও করেন বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷ সরকারি বিবৃতি অনুযায়ী, ভারত থেকে তুরস্কে উদ্ধার কাজে যাচ্ছেন এনডিআরএফের দু’টি দল ৷ সেই দল দু’টিতে 100 জন সদস্য থাকছেন৷ তাছা়ড়া বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডগ স্কোয়াডও যাচ্ছে ৷