নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর:বন্ধ হয়ে যাচ্ছে ভারতে আফগানিস্তানের দূতাবাস ৷ এমনই জল্পনা রাজধানীতে ৷ তবে সূত্রের খবর, এই খবর কতটা সত্যি তা ভালো করে খতিয়ে দেখবে নয়াদিল্লি ৷ এই দূতাবাসের প্রধান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে ৷ জানা গিয়েছে, তিনি এখন লন্ডনে ৷ 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা ৷ তার আগে আশরফ গনি দেশের রাষ্ট্রপতি থাকাকালীন ফরিদ ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন ৷
সূত্রের খবর, এই খবরের সত্যতা যাচাই করে দেখছে কেন্দ্রীয় সরকার ৷ ভারতে আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে বিগত কয়েক মাস ধরে ভারতের বাইরে রয়েছেন ৷ দীর্ঘ সময় ধরে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ আবার দূতাবাসের মধ্যে আধিকারিকদের মধ্যে গণ্ডগোল বেধেছে বলেও খবর ৷ এই পরিস্থিতিতে ভারত ও আফগানিস্তান ছেড়ে কূটনীতিকরা অন্য দেশে চলে যাচ্ছেন ৷ তাঁরা অন্য দেশে আশ্রয়ও পেয়েছেন ৷
জানা গিয়েছে, এমতাবস্থায় আগামী কয়েক দিনের মধ্যে আফগানিস্তান ভারতে তাদের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মতও জানতে চেয়েছে আফগান প্রশাসন ৷ এর সূত্রপাত দূতাবাসের এক কূটনীতিকের বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে ৷