নয়াদিল্লি, 19 এপ্রিল: উত্তপ্ত সুদান ৷ আফ্রিকা মহাদেশের এই দেশটির পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত সরকারও ৷ শনিবারই গুলিতে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত হিংসায় উত্তপ্ত সুদানের দিকে নজর রাখছে ৷ সেখানে থাকা ভারতীয়রা যেন সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করতে অন্য় দেশগুলির সঙ্গে যোগাযোগ করছে মোদি সরকার ৷ সে দেশের অবস্থা সংকটজনক ৷ এই অবস্থায় মানুষের চলাফেরা করাটাও ঝুঁকিপূর্ণ ৷ বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস নিরন্তর দেশের গতিবিধির উপর খেয়াল রাখছে ৷ সোমবার সকালে সুদানে আটকে থাকা ভারতীয়দের জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে বিদেশ মন্ত্রক ৷
গত শুক্রবার, 14 এপ্রিল থেকে দেশের সেনা ও আধাসেনা বাহিনীর মধ্যে গোলমালের সূত্রপাত ৷ ধীরে ধীরে তা বৃহত্তর আকার নেয় । আরও পরে গৃহযুদ্ধ শুরু হয় ৷ গত ছ'দিনে প্রায় 200 জনের মৃত্যু হয়েছে ৷ রাস্তায় এলোপাথাড়ি গুলি চলছে ৷ বিস্ফোরণ ঘটছে ৷ রাজধানী খার্তুমের বিভিন্ন রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে ৷ সেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি ৷ ইতিমধ্যে এই যুদ্ধ থামাতে সেনা ও আধাসেনার প্রধানদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ৷